'স্বপ্নের দোল'
  2020-02-05 11:32:47  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একজন সংগীতজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন ছেন জিয়া খুন। তিনি একজন চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র হু ছিনের বাদক ও বিশেষজ্ঞ। তিনি ২০০৫ সালে হুছিন বাজানো একটি অ্যালবাম প্রকাশ করেন। তাঁর বাজানো সংগীত চীনে খুবই জনপ্রিয়। প্রথমে শোনাবো তাঁর সংগীত 'তোমাকে কখনও না ছাড়ার ভান করি'।

সংগীত বেশ সুন্দর। সংগীতটিতে চীনা লোকসংগীতের বৈশিষ্ট্যময় সুর শোনা যায়। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন জিয়াং খুনের বাজানো 'তোমাকে কখনও না ছাড়ার ভান করি' সংগীত। বন্ধুরা, আপনারা হুছিন সম্পর্কে জানেন কি? আমি এখন আপনাদেরকে চীনের এ প্রাচীন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। চীনের প্রাচীনকালে উত্তরাঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু জাতির মানুষকে হু বলা হতো। তাই হুছিন মূলত প্রাচীনকালে চীনের সংখ্যালঘু জাতির ঐতিহ্যগত বাদ্যযন্ত্র। হুছিন দেখতে মঙ্গোলীয় জাতির তির-ধনূকের মতো। ইউন রাজবংশ আমলে (১২৭১ থেকে ১৩৬৮ সাল পর্যন্ত) হুছিন জনপ্রিয় হয়ে ওঠে। এখন আমি ছেন জিয়া খুনের বাজানো 'স্বপ্নের দোল' শীর্ষক সংগীত শোনাবো। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন জিয়াং খুনের 'স্বপ্নের দোল' শীর্ষক গানটি। হুছিনের ইতিহাস বেশ দীর্ঘ ও সুর বেশ বৈশিষ্ট্যময়। হুছিনের বাজানো সংগীত সুমধুর ও শক্তিশালী হয়। গানে তৃণভূমির বিশেষ শৈলী প্রকাশিত হয়েছে। এখনও চীনের ইনার মঙ্গোলিয়ার বিভিন্ন স্থানে তা বেশ জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে ছেন জিয়া খুনের বাদ্যযন্ত্র এরহু'র বাজানো সংগীত 'তোমার জন্য মোহিত' শীর্ষক সংগীত শোনাবো। সংগীতটিতে চীনা ঐতিহ্যগত সংগীতের শৈলী ছাড়াও পপ সংগীতের শৈলী রয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন জিয়া খুনের এরহু সংগীত 'তোমার জন্য মোহিত'। এরহু হলো চীনের একটি প্রাচীন বাদ্যযন্ত্র। এরহু থাং রাজবংশ থেকে (৬১৮ থেকে ৯০৭ সাল পর্যন্ত) জনপ্রিয় হতে থাকে। এরহু'র এক হাজারেরও বেশি বছরের ইতিহাস রয়েছে। এই বাদ্যযন্ত্র দিয়ে বিখ্যাত্ সংগীত তৈরি হয়েছে। এরহু'র সংগীত এখনও খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে ছেন জিয়া খুনের বাজানো 'নৌকার অপেক্ষা করা গুরুত্বপূর্ণ' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন জিয়া খুনের বাজানো 'নৌকার অপেক্ষা করা গুরুত্বপূর্ণ' শীর্ষক সংগীত। এখন শোনাবো তাঁর আরেকটি সংগীত 'মধ্যরাতের একক নাচ'। সুন্দর রাতে একক নাচ কেন? একাকীত্ব লাগে ও কোনও দুঃখ বা সুখের ঘটনা ঘটে কি? ধীর লয়ের একটি সংগীত, কিন্তু খুবই সুন্দর। সংগীতটিতে চীনের ঐতিহ্যবাহী শৈলী ছাড়াও পপ সংগীতের বৈশিষ্ট্য রয়েছে। চলুন, আমরা একসঙ্গে সংগীত শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চীনের তাইওয়ানের বিখ্যাত সংগীতজ্ঞ ছেন জিয়া খুনের বাজানো কয়েকটি সংগীত। এখন আমি আপনাদেরকে আরেকটি চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করে দিবো। এটি হলো বাঁশি। বাঁশ দিয়ে বাঁশি তৈরি করা হয়। বাঁশি প্রাচীন সময় থেকে জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনা সংগীতজ্ঞ লি স্যিয়াং গেং'র বাঁশির সুরে তৈরি সংগীত 'তৃণভূমির প্রেম সংগীত' শোনাবো। সংগীতটি হলো চীনের মঙ্গোলীয় জাতির ঐতিহ্যগত সংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040