ফেব্রুয়ারি ২: কেন্দ্রীয় সামরিক কমিশনের নির্দেশে, চীনা বিমানবাহিনীর ৮টি সুপরিসর বিমান আজ (রোববার)স্থানীয় সময় সকাল ৯টায় উহান পৌঁছায়। বিমানগুলো সেন ইয়াং, লান চৌ, কুয়াং চৌ ও নানচিং থেকে সামরিক বাহিনীর ৭৯৫ জন চিকিৎসক ও নার্স এবং ৫৮ টন চিকিৎসা-সামগ্রী নিয়ে আসে।
রোববার ভোররাত দেড়টায়, বৃষ্টির মধ্যে, পরিবহন বিমানগুলো যাত্রা শুরু করে। পরে সকাল ৮:৫৫টা থেকে ৫ মিনিট অন্তর অন্তর বিমানগুলো উহান বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, ওয়েনছুয়ান ভূমিকম্প এবং ইউ সু ভূমিকম্প-পরবর্তী ত্রাণ-তৎপরতায় অংশ নেওয়ার পর, এবারই প্রথম চীনা বিমানবাহিনীর সুপরিসর বিমানগুলো এতো বেশি সংখ্যায় বেসামরিক ত্রাণকাজে অংশ নিল।(আকাশ/আলিম/সুবর্ণা)