করোনা ভাইরাসের কারণে চীনের উহানে আটকে পড়া ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।
চীন-ফেরতদের মধ্যে ৩০৪ জনকে আশকোনায় হজক্যাম্পে রাখা হয়েছে। সেখানে তাদের দুসপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। জর থাকায় যাত্রীদের মধ্যে ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে, প্রাথমিক পরীক্ষায় উহান ফেরত কারো শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।