ফেব্রুয়ারি ১: নতুন করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে বেইজিংয়ে অনলাইন পরামর্শ প্লাটফর্ম চালু হয়েছে আজ(শনিবার)। এই প্লাটফর্মে সহস্রাধিক ডাক্তার নতুন করোনা ভাইরাসসংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্লাটফর্মে দিনরাত ২৪ ঘন্টা সেবা পাওয়া যাচ্ছে।
বেইজিং চিকিৎসক সংস্থার প্রধান ফেং কুও সেন জানান, এ প্লাটফর্ম গড়ে উঠেছে বেইজিংয়ের অনেক চিকিৎসক ও তথ্যপ্রযুক্তি কোম্পানির সমর্থনে। ৩০ জানুয়ারি বিকেল পর্যন্ত প্লাটফর্মে প্রায় ১৮০০ চিকিৎসক যোগ দিয়েছেন। তাঁরা বিনামূল্যে পরামর্শ দিচ্ছেন। (আকাশ/আলিম/সুবর্ণা)






