ব্রেক্সিটের পর ব্রিটেন-ইইউ সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেবে: সিআরআই সম্পাদকীয়
  2020-02-01 18:46:58  cri
ফেব্রুয়ারি ১: গতকাল (শুক্রবার) লন্ডন সময় রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় ব্রিটেন। আর এর মাধ্যমেই বহুল আলোচিত 'ব্রেক্সিট' বাস্তবায়িত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটকে আখ্যায়িত করেছেন 'নতুন যুগের উন্মোচন' বলে। কিন্তু ব্রেক্সিটের ফলে ব্রিটেন-ইইউ সম্পর্কসহ এতদঞ্চলের ভূরাজনীতিতে অনিশ্চিত উপাদান বাড়বে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে এবারই প্রথম কোনো সদস্যরাষ্ট্র বেরিয়ে গেল। স্থায়ুযুদ্ধের পর এটি ইউরোপের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরিবর্তন। জার্মান চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ব্রেক্সিট জার্মানি ও ইইউ'র জন্য বড় আঘাতস্বরূপ।

ব্রেক্সিট লন্ডনের অর্থনৈতিক শক্তি খর্ব করবে বলে অনেকে আশঙ্কা করছেন। পাশাপাশি, এর ফলে প্যারিস ও ফ্রাংকফুর্টের মতো শহরগুলোর নতুন উন্নয়নের সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। এদিকে, ব্রেক্সিটের ফলে ইইউ বঞ্চিত হবে বার্ষিক ১০ বিলিয়ন ইউরোর বিনিয়োগ থেকে, যা ইইউ'র ২৭টি সদস্যদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

ব্রেক্সিট ব্রিটেনের ক্ষতি করবে বলে অনেকেই আশঙ্কা করছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ব্রিটেনের অবস্থান মজবুত করতেও দেশটিকে অনেক পথ অতিক্রম করতে হবে। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040