নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চীন জয়ী হবে: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ
  2020-02-01 16:25:39  cri
ফেব্রুয়ারি ১: নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে চীন জয়ী হবে। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে ফোনালাপে এ আশাবাদ প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়াশঙ্কর।

জয়াশঙ্কর বলেন, চীনা সরকার ও জনগণের ভাইরাস-বিরোধী লড়াইয়ে পাশে আছে তাঁর দেশ। করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চীনের স্বচ্ছতা ও দায়িত্বশীল মনোভাবের প্রশংসা করে নয়াদিল্লি।

ফোনালাপে ভারতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াং ই বলেন, বর্তমানে চীনের সরকার ও জনগণ নতুন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সার্বিক ও কঠোর প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চীনের প্রয়াস শুধু স্বদেশবাসীদের রক্ষা করা নয়, বরং বিশ্বের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধের সিদ্ধান্ত না-নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ডাব্লিউএইচও'র এ আহ্বানকে সম্মান করবে বলে বেইজিং আশা করে।

ওয়াং ই আরও বলেন, বিশ্বায়নের এই যুগে আন্তঃদেশীয় গণস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তিযুক্ত ও বস্তুগত দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা এবং নিজ নিজ অবস্থান থেকে গঠনমূলক ভুমিকা পালন করা জরুরি। কোনো কোনো দেশ অকারণে উস্কানিমূলক আচরণ করছে, যা গ্রহণযোগ্য নয়। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040