ফেব্রুয়ারি ১: নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনকে সমর্থন দেওয়া এবং এই ভাইরাস প্রতিরোধে চীনা সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা উচিত। গতকাল (শুক্রবার) জার্মান বিশেষজ্ঞ ও অধ্যাপক মাইখে শুমেন এসব কথা বলেন।
তিনি বলেন, চীনের হু পেই প্রদেশের উ হান ও প্রদেশটির অন্যান্য শহরের বাসিন্দারা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে আত্মত্যাগ করছেন, তা প্রশংসনীয়। সবার উচিত তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
তিনি আরও বলেন, জার্মান অর্থনীতিতে চীনের ব্যাপক অবদান রয়েছে। জার্মানির উচিত চীনকে মাস্ক, সংক্রমণ-প্রতিরোধক পোষাক ও চিকিত্সা সরঞ্জাম সরবরাহ করা।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার) পর্যন্ত জার্মানিতে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জন রোগী চিহ্নিত করা হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, জার্মানিতে এ ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কা নেই। ভাইরাসটি সাধারণ ফ্লু'র ভাইরাসের চেয়ে বেশি মারাত্মক নয়। (রুবি/আলিম/সুবর্ণা)






