চীনের ওপর করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব অস্থায়ী: আইএমএফ
  2020-02-01 15:05:44  cri

ফেব্রুয়ারি ১: চীনে ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের সময় নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে মানুষের যাতায়াত ও কেনাকাটার ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সার্বিকভাবে দেশটির অর্থনীতিতে সৃষ্টি হয় অনিশ্চয়তা। তবে ভাইরাসের এই নেতিবাচক প্রভাব অস্থায়ী। সংক্রমণ নিয়ন্ত্রণে এলে এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হলেই চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মুখপাত্র গেরি রাইস সম্প্রতি এ সব কথা বলেন।

রাইস বলেন, চীনের অর্থনীতি বিশাল। চীন ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। চীনা সরকার গণস্বাস্থ্য খাতে ব্যয় বাড়িয়েছে। এক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতেও সরকার বদ্ধপরিকর। তা ছাড়া, সংশ্লিষ্ট বিভিন্ন পরিবার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর অস্থায়ী বিভিন্ন সমস্যা সমাধানেও চীনের সরকার এগিয়ে আসছে।

রাইস করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের কার্যক্রমের উচ্চ প্রশংসা করে বলেন, চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা করছে এবং সংশ্লিষ্ট তথ্য শেয়ার করছে, যা এ ভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য সহায়ক। (রুবি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040