হু'র সর্বশেষ সিদ্ধান্ত চীনের প্রতি অবিশ্বাস নয়: সিআরআই সম্পাদকীয়
  2020-01-31 19:30:22  cri
জানুয়ারি ৩১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম আজ (শুক্রবার) অভিনব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 'বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা করেন। কিন্তু তিনি বলেছেন, এ সিদ্ধান্ত চীনের প্রতি অবিশ্বাস নয়। বরং, চীনের করোনা ভাইরাস প্রতিরোধের সামর্থ্য ও আস্থা রয়েছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি চীনের পর্যটন ও বাণিজ্যিক খাতে নিষেধাজ্ঞা না-দেওয়ার প্রস্তাব করেন। শুক্রবার এসব মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

বর্তমানে অভিনব করোনা ভাইরাস সংক্রমণের গতি বেশ দ্রুত। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে। এটি আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও অপর্যাপ্ত জনস্বাস্থ্যের দক্ষতাযুক্ত দেশগুলিতে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা বাড়াবে; যাতে করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো যায়।

তেদ্রোস আধানম সাতটি প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্যে অপ্রয়োজনীয় হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলিকে অবশ্যই সহায়তা দিতে হবে এবং টিকা উদ্ভাবন জোরদার করতে হবে। এটি আন্তর্জাতিক সমাজের অযৌক্তিক আতঙ্ক হ্রাসে সহায়তা করবে।

বিশ্বায়নের যুগে গুরুতর গণ-স্বাস্থ্যহানীকর বিষয় খুব সহজে ছড়িয়ে পড়ে। অভিনব করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের উচিত সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040