করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে চীনের আস্থা ও সামর্থ্য আছে: জাতীয় স্বাস্থ্য কমিশন
  2020-01-31 18:58:48  cri

জানুয়ারি ৩১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম আজ (শুক্রবার) অভিনব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 'বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা করেন। কিন্তু, তিনি চীনের ওপর পর্যটন ও বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ না করার প্রস্তাবও দেন। এ সম্পর্কে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এদিন জানায়, চীন সরকার অভিনব করোনা ভাইরাস প্রতিরোধের কাজকে উচ্চ গুরুত্ব দেয়। চীন সবচেয়ে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে এবং চীনের করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আস্থা ও সামর্থ্য আছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত 'আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধানের' জরুরি ঘটনা কমিশনে চীনা বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা ও চীনের নেওয়া বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা তুলে ধরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য দেশকে আপাতত অতিরিক্ত কিছু না করার প্রস্তাব দিয়েছে।

এদিন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আন্তর্জাতিক সমাজের কাছে করোনা ভাইরাস সম্পর্কে চীনের ব্যবস্থা তুলে ধরে এবং যৌথভাবে করোনা ভাইরাস প্রতিরোধের অনুরোধ জানায়।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040