চীনা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শন করেছেন চীনের প্রধানমন্ত্রী
  2020-01-31 18:52:20  cri
জানুয়ারি ৩১: চীনের প্রধানমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটি অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ কর্মগ্রুপের প্রধান লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) চীনের রোগ নিয়ন্ত্রণকেন্দ্রে গিয়ে প্রতিরোধমূলক কাজ পর্যবেক্ষণ করেন এবং বিশেষজ্ঞ ও চিকিত্সকদের মতামত শোনেন।

এদিন লি খ্য ছিয়াং রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ভাইরোলজি পরীক্ষাগার পরিদর্শন করেন। বিজ্ঞান ও গবেষণা দলের দায়িত্বশীল বিশেষজ্ঞরা বলেন, তাঁরা গত ৭ জানুয়ারি ভাইরাসের নমুনা থেকে সম্পূর্ণ জিনোম ক্রম উদঘাটন করেছেন এবং বিশ্বে সব তথ্য জানিয়ে দিয়েছেন। লি খ্য ছিয়াং বিস্তারিতভাবে বিজ্ঞান গবেষণা ক্ষেত্রের কঠিন চ্যালেঞ্জ এবং চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করেন। লি বলেন, প্রেসিডেন্ট করোনা ভাইরাস প্রতিরোধমূলক কাজে ধারাবাহিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সিপিসি'র কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় বিভাগ পর্যন্ত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমরা সার্বিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ করছি। আমাদের উচিত জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যকে প্রথম স্থানে রাখা। ভাইরাসের উত্স, সংক্রমণ ও বিস্তারের কারণ খুঁজে বের করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী লি। শীঘ্রই টিকা গবেষণা ও তৈরি করা উচিত বলেও জোর দিয়ে উল্লেখ করেন লি। চিকিত্সা ও প্রতিরোধের পরিকল্পনা প্রযুক্তিগত সমর্থন, জনসাধারণের প্রশ্ন ও উদ্বেগের উত্তর দেওয়া এবং জনসাধারণের নিজস্ব প্রতিরোধ চেতনা ও সামর্থ্য বাড়ানোর জন্য চেষ্টা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোগ নিয়ন্ত্রণ জাতীয় স্বাস্থ্য কমিশনের অভিনব করোনা ভাইরাস চিকিত্সা ও প্রতিরোধের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চং নান শানসহ বিশেষজ্ঞ ও চিকিত্সকরা প্রধানমন্ত্রী লিকে করোনা ভাইরাসের বর্তমান ও ভবিষ্যত্ অবস্থা, রোগীর চিকিত্সা এবং বিজ্ঞানসম্মত প্রতিরোধব্যবস্থা সম্পর্কে সচেতন করেন।

প্রধানমন্ত্রী লি বলেন, অভিনব করোনা ভাইরাস ছাড়িয়ে পড়ার পর চিকিত্সকরা ভাইরাস প্রতিরোধের প্রথম পর্যায়ে কাজ করছেন। তাঁরা জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যরক্ষার চেষ্টা করছেন, তাঁরা গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। বর্তমানে করোনা ভাইরাসের অবস্থা খুবই জটিল। বিশেষজ্ঞদের অব্যাহতভাবে ভাইরাসের অবস্থা বিশ্লেষণ ও গবেষণা এবং সময়মতো নতুন পরিস্থিতি পর্যবেক্ষণ ও আবিষ্কার করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী লি, যাতে মহামারীর বিস্তার ও নিয়ন্ত্রণের জন্য পেশাদার সহায়তা দেওয়া যায় এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খাতে উন্নতি করা যায়। অব্যাহতভাবে সার্বিক প্রতিরোধমূলক ব্যবস্থা, কাজকর্ম প্রতিরোধ, চিকিত্সা প্রতিরোধ এবং কেন্দ্রীভূত বিচ্ছিন্নতার বিজ্ঞানসম্মত মানদণ্ড প্রণয়ন করার চেষ্টা করা উচিত। প্রতিরোধের লক্ষ্য ও কার্যকারিতা উন্নয়ন এবং বিজ্ঞানসম্মত প্রতিরোধসামগ্রীর বিন্যাস ও ব্যবহার করতে হবে, যাতে মূল্যবান চিকিত্সা সামগ্রী ব্যবহার করা যায়। উন্মুক্ত ও সার্বিকভাবে করোনা ভাইরাসের অবস্থা প্রকাশ করতে হবে এবং কোন তথ্য গোপন করা বা হারানো যাবে না।

প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিত্সার যোগ্যতা উন্নয়ন ও মৃত্যুর হার কমানো এবং টিকা ও কার্যকর ঔষধ গবেষণা ও তৈরি করা। ভালোভাবে অভিনব করোনা ভাইরাসকে বুঝলে তা পরাজিত হবে। জনগণের চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে। সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করে, বিভিন্ন স্থান ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদেরকে বৈজ্ঞানিক গবেষণা ও ক্লিনিকাল সহযোগিতা জোরদারে উত্সাহ দেওয়া উচিত। কার্যকর ক্লিনিকাল ঔষধ নির্বাচন ও ব্যবহার জোরদার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সহজে রোগ নির্ণয়, টিকা ও কার্যকর ঔষধ গবেষণা করতে হবে। জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে আস্থা ও উত্সাহ দেওয়া উচিত। বিশিষ্ট চিকিত্সদেরকে অভিনব করোনা ভাইরাস নির্ধারণ ও রোগীদেরকে চিকিত্সা এবং গভীর গবেষণায় উত্সাহ দিতে হবে। সময়মতো সফল চিকিত্সার অভিজ্ঞতা সংগ্রহ ও তথ্য বিনিময় করতে, অব্যাহতভাবে চিকিত্সা পরিকল্পনা উন্নত করতে এবং চিকিত্সার নির্দেশনা জোরদার করতে হবে। যাতে গুরুতর রোগীকে চিকিত্সা ও উদ্ধারের যোগ্যতা বাড়ানো যায়, নিরাময় হার উন্নয়ন এবং বিজ্ঞানসম্মতভাবে করোনা ভাইরাসকে পরাজিত করতে হবে।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, রাষ্ট্রীয় পরিষদ সিপিসি'র কেন্দ্রীয় কমিটির অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ কর্মগ্রুপের ব্যবস্থাপনা অনুযায়ী যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলবে। করোনা ভাইরাস প্রতিরোধের বিজ্ঞানসম্মত গবেষণায় সমন্বয় জোরদার করা এবং সমগ্র চীনের বিজ্ঞান-প্রযুক্তি শক্তি ও যন্ত্রপাতি বিন্যাস ও ব্যবহার করতে হবে। সুষ্ঠুভাবে করোনা ভাইরাস প্রতিরোধের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত করতে হবে। সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দৃঢ়ভাবে আস্থা জোরদার করা, বিজ্ঞানসম্মত প্রতিরোধ ও যৌথভাবে এ করোনা ভাইরাসকে পরাজিত করা উচিত বলে মন্তব্য করনে তিনি।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040