গত ৩ দিনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন চীনা বিশেষজ্ঞ
  2020-01-31 16:56:57  cri
জানুয়ারি ৩১: গত ২৭, ২৮, ২৯ জানুয়ারি চীনে অভিনব করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে যথাক্রমে ১৭৭১, ১৪৫৯ ও ১৭৩৭জন। যা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনা রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সংক্রামক রোগ বিভাগের প্রধান বিশেষজ্ঞ উ চুন ইয়ৌ গতকাল (বৃহস্পতিবার) এক টিভি অনুষ্ঠানে বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, এদের মধ্য অনেকেই আগে আক্রান্ত হয়েছেন তবে, সম্প্রতি তাদের রোগ সনাক্ত করা হয়েছে।

উ চুন ইয়ৌ বলেন, চীনের হুপেই প্রদেশের উহান বা অন্য শহরে, ইতোমধ্যে অনেক লোক অভিনব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে, প্রযুক্তি বা যথাযথ যাচাইয়ের অভাবে তাদের রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত তিন দিনে তাদেরকে ভাইরাসে আক্রান্ত হিসেবে ঘোষণা দেওয়া হয়; এজন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই এতে ভয় পাওয়ার কিছু নেই।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040