যুক্তরাষ্ট্রের তিব্বত-সংক্রান্ত বিল চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা; তবে তা অকার্যকর: সিআরআই সম্পাদকীয়
  2020-01-30 19:22:42  cri
জানুয়ারি ৩০: গতকাল (বুধবার) মার্কিন প্রতিনিধি পরিষদে তথাকথিত 'তিব্বত নীতি ও সমর্থক বিল-২০১৯' গৃহীত হয়। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে এবং তিব্বতের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিয়েছে। এটি তিব্বত ইস্যুতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ ও চীনের ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করেছে। এর কোনো কার্যকারিতা নেই। বৃহস্পতিবার এসব মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়।

উল্লেখ্য, তথাকথিত এ আইনে বলা হয়, শুধুমাত্র তিব্বতের বৌদ্ধধর্মের ধর্মাবলম্বীরাই দালাইলামার উত্তরাধিকার নির্বাচন করতে পারে। তথাকথিত এ বিলে দালাইয়ের পুনর্জন্মে হস্তক্ষেপের বিষয়ে চীনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এর কোনও ভিত্তি নেই। এর মাধ্যমে আসলে তিব্বতের বিচ্ছিন্নতাবাদীদের উত্সাহ দেওয়া হয়েছে।

সবাই জানে যে, জীবিত বুদ্ধের পুনর্জন্ম হলো তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি বিশেষ উত্তরাধিকার পদ্ধতি। এর নির্ধারিত নিয়ম ও নীতি রয়েছে। ঐতিহ্যিক ব্যবস্থা ও আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের জীবিত বুদ্ধ নির্ধারণের ক্ষমতা রয়েছে।

প্রকৃতপক্ষে 'দালাই' ব্যবস্থার অস্তিত্ব ও পুনর্জন্ম কোনও সহজ ধর্মীয় বিষয় বা দালাইয়ের নিজস্ব অধিকার না। কিন্তু এটি হলো তিব্বতের স্থানীয় রাজনৈতিক বিষয়।

প্রাচীনকাল থেকেই তিব্বত হলো চীনের ভূখণ্ড। তিব্বতের বিষয় হলো চীনের অভ্যন্তরীণ বিষয়। কোনও বিদেশি শক্তির এতে হস্তক্ষেপের অধিকার নেই। তিব্বতের বিষয়টি শুধু জাতীয় ও ধর্মীয় বিষয় নয় রবং চীনের সার্বভৌম ক্ষমতা ও ভূখণ্ডের অখণ্ডতার নীতিগত বিষয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040