মহামারীর প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের চেষ্টার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক
  2020-01-30 19:01:25  cri
জানুয়ারি ৩০: বুধবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম চীন থেকে জেনেভা ফিরে যান এবং সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি অভিনব করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের চেষ্টার প্রশংসা করেন।

আধানম বলেন, বর্তমানে অভিনব করোনা ভাইরাসে ৬০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১৬টি দেশে আক্রান্ত মানুষ চিহ্নিত হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জরুরি সম্মেলন আয়োজন করবে। এতে করোনা ভাইরাসকে আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্যহানীকর ঘটনা হিসেবে নির্ধারণ করা যায় কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে।

আধানম বলেন, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীন সার্বিক চেষ্টা চালিয়েছে। এসব চেষ্টা শুধু চীনের জন্যই নয়, বিশ্বের অন্যান্য দেশের জন্যও উপকারী। মহামারী মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সহযোগিতার ভূমিকাকে গুরুত্ব দেন।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040