চীনের ব্যান্ড হাও মেই মেই
  2020-01-30 14:20:02  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় ব্যালেড ব্যান্ড 'হাও মেই মেই'-এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তাদের গানগুলো বেশ সহজ, রসাত্মক, আবেগপূর্ণ, আন্তরিক, এবং সাধারণ মানুষের জীবনের খুব কাছাকাছি, তরুণদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা 'হাও মেই মেই' ব্যান্ডের কিছু সুন্দর গান শোনাবো।

ব্যান্ড 'হাও মেই মেই' বা 'ভালো ছোট বোন' শুধু দুই জনকে নিয়ে গঠিত একটি ব্যান্ড দল। দলের প্রধান গায়ক ছিন হাও, এবং গিটারিস্ট চাং সিয়াও হৌ। ছিন হাও বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন শিখেন, স্নাতক পাসের পর তিনি শিক্ষকতা, আলোকচিত্রীসহ বিভিন্ন কাজে যুক্ত হন। আর চাং সিয়াও হৌর প্রধান বিষয় হচ্ছে স্থাপত্য পরিবেশ সরঞ্জাম। যা সংগীতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তবে, তারা সবাই গান গাইতে খুব পছন্দ করেন। ২০১০ সালে ছিন হাও ও চাং সিয়াও হৌ বেইজিংয়ে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ব্যান্ড প্রতিষ্ঠার পর তারা একটি সংগীত প্রতিযোগিতায় চীনের একজন জনপ্রিয় গায়িকার গান 'তোমার কত ভালো ছোট বোন আছে' গেয়েছেন। এই গানের জন্য তারা ব্যান্ডটি 'ভালো ছোট বোন' অর্থাত 'হাও মেই মেই' নামকরণ করে।

বন্ধুরা, এখন হাও মেই মেই-এর গাওয়া গান 'তোমার কত ভালো ছোট বোন' শুনবো। গান ১

ছিন হাও ও চাং সিয়াও হৌ ব্যান্ডটি প্রতিষ্ঠার পর কয়েকটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। আর নিজের অ্যালবাম তৈরি করার জন্য সব কাজ বাদ দিয়ে মিউজিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। অনেক চেষ্টার পর ২০১২ সালে হাও মেই মেই তাদের প্রথম অ্যালবাম 'ছুন শেং' বা 'বসন্ত' প্রকাশ করেন। অ্যলবামের ৭টি গানের কথা ও সুর রচনা, গাওয়া থেকে রেকর্ডিং, প্রকাশ পর্যন্ত সব তারা নিজেরা করেন। আর অ্যালবাম প্রকাশের পরপরই সুন্দর সুর ও আন্তরিক কথার জন্য তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি গান 'তুমি শহরের অন্য দিকে উড়ে গেছে'। গান ২

অ্যালবাম প্রকাশের পরও হাও মেই মেইয়ের কোনো প্রচার হয়নি। এ অবস্থাতেও তাদের অ্যালবাম ইন্টারনেটে বিক্রির রেকর্ড সৃষ্টি করে এবং সে বছরের শ্রেষ্ঠ ব্যালেড অ্যালবাম পুরস্কার পায়। বন্ধুরা, এখন আমরা অ্যালবামের অন্য একটি জনপ্রিয় গান 'শীতকাল' শুনবো। গানে হাও মেই মেই খুব কোমল সুর ও লোকদের খুব সাধারণ কিছু কথা দিয়ে শীতের দিনের কথা বলেছেন।

বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শুনবো। গান ৩

প্রথম অ্যালবাম জনপ্রিয় হওয়ার পর হাও মেই মেই অনেকের কাছে পরিচিত হয়। কিছু সংগীত কোম্পানি তাদেরকে যোগদানের আমন্ত্রণ জানায়, তবে তারা তা প্রত্যাখ্যান করে। কারণ, তারা বিশ্বাস করেন একক সংগীতশিল্পী ( indie musician) হয়ে নিজের সংগীত ধারণায় অবিচল থাকতে পারবেন এবং ভালো সংগীত তৈরি করতে পারবেন। ২০১৩ সালে হাও মেই মেই তাদের দ্বিতীয় অ্যালবাম 'দক্ষিণ উত্তর' প্রকাশ করেন। অ্যালবামটি অন্য একটি ব্যালেড ব্যান্ডের সহযোগিতায় তৈরি হয়, ১২টি বিভিন্ন শৈলীর গান এতে অন্তর্ভুক্ত হয়।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'সন্ধ্যার বাতাস'। গান ৪

এই অ্যালবামের নাম 'দক্ষিণ উত্তর' যার এক ধরনের ভবঘুরের অর্থ আছে। যেমন, চীনের তরুণরা কাজের জন্য জন্মস্থান ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক অস্থিরতা তাদের সঙ্গী হয়। অনেকে অ্যালবামের গান শুনে এরকম অনুভূতি পান। তাই এই অ্যালবামের অনেক গান বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং হাও মেই মেই'র প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এবার আমরা শুনবো অ্যালবামের অনেক জনপ্রিয় একটি গান 'একজনের বেইজিং'। গানে বেইজিংয়ে কাজ করা অভিবাসীদের নিঃসঙ্গতা ও দুঃখ প্রকাশিত হয়।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৫

এবার আমরা শুনবো অ্যালবামের অন্য একটি জনপ্রিয় গান, গানের নাম 'তুমি যুবক ছিলে'। গানটি হচ্ছে যৌবনসংক্রান্ত একটি গান। এতে প্রধানত বলা হয়, যৌবনের সময়ে যেভাবে কাটুক-না-কেন, বড় হয়ে তা প্রত্যেকের স্মরণীয় স্মৃতিতে পরিণত হবে।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬

বর্তমান হাও মেই মেই আলাদা মিউজিক ব্যান্ড হিসেবে সংগীত নিয়ে কাজ করছে। তাদের গানও চীনের ব্যালেড সংগীত মহলে নতুন ধারা তৈরি করেছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তাদের আরও একটি সুন্দর গান 'আমি ভবিষ্যতে তোমার জন্য অপেক্ষা করব' শুনবো। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040