৫২টি চিকিত্সকদলের মোট ৬০৭৯ সদস্য হুপেই প্রদেশে পৌঁছেছে
  2020-01-29 19:17:59  cri
জানুয়ারি ২৯: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, কানসু, কুয়াংতোং প্রদেশ এবং শাংহাই শহরের দ্বিতীয় দফা ২১টি চিকিত্সকদলের মোট ২২৮৭জন সদস্য গতকাল (মঙ্গলবার) রাতে হুপেই প্রদেশে পৌঁছেছে।

হুপেই প্রদেশের অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিচালনা কেন্দ্রের তথ্য অনুসারে, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোট ২৬টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরের ৫২টি চিকিত্সকদলের ৬০৭৯ সদস্য হুপেই প্রদেশের নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ করেছে। বিভিন্ন স্থানের চাহিদা অনুসারে এসব চিকিত্সক উহানের পাশাপাশি হুয়াং কাং, এ চৌ, সিয়াও কান, সিয়ান নিং ইত্যাদি শহরে গিয়ে কাজ করবেন।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040