হুপেই প্রদেশের অভিনব করোনা ভাইরাসজনিত এলাকায় বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান
  2020-01-29 19:05:11  cri
জানুয়ারি ২৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন বা এসএএসএসি'র তথ্যকেন্দ্র জানায়, গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত, হুপেই প্রদেশের অভিনব করোনা ভাইরাসজনিত এলাকায় প্রচুর ওষুধ, সরঞ্জাম, ত্রাণ-সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠিয়েছে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান। এতে ওই অঞ্চলে সরাসরি বরাদ্দ হয়েছে ৬০ কোটি ইউয়ান। এটি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রথম দফা বরাদ্দ। আরও বরাদ্দ দেওয়া হবে।

গত রোববার এসএএসএসি'র বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হুপেই প্রদেশে ভাইরাস আক্রান্ত এলাকার জন্য বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়।

চায়না মার্চেন্টস গ্রুপ, ডংফ্যাং সংস্থা, ন্যাশনাল এনার্জি গ্রুপ, চায়না থ্রি গর্জেস গ্রুপ, চায়না বাউউ, এসডিআইসি, চায়না এফডাব্লুউ, সিএফকো গ্রুপ এবং চায়না তথ্যবিজ্ঞান কর্পোরেশন-সহ নয়টি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন চ্যানেলের মাধ্যমে উহানসহ হুপেই প্রদেশের অভিনব করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকায় ৩৯.৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। চায়না এভিয়েশন ডেভলপমেন্ট, চায়না চেংটং, অঙ্গং গ্রুপ, চায়না মোবাইল এবং চায়না দাতাংসহ সাতটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এসএএসএসি-র একটি বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে হুপেইয়ের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজে ১৯.৫ কোটি ইউয়ান অর্থ প্রদান করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040