বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিত্য-পণ্য সরবরাহ নিশ্চিত করবে উহান
  2020-01-29 17:15:30  cri
জানুয়ারি ২৯: চিকিত্সা সামগ্রী ও জীবনযাপনের প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী শহরে স্থানান্তর কেন্দ্র স্থাপন করবে উহান শহর কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার) হুপেই প্রদেশে অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ নিয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানানো হয়।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থান ও সমাজের বিভিন্ন মহল উহানকে অনেক সামগ্রী দিয়েছে। এসব সমগ্রী প্রয়োজনীয় বিভিন্ন স্থানে পাঠানোর জন্য পাশের শহরে এ ব্যবস্থা চালু করা হবে।

উহান শহর প্রায় ১১০০টি সুপারমার্কেটের মাধ্যমে শাকসবজি, তেল, চাল, মাংস ইত্যাদি নিত্য-পণ্য সরবরাহ করবে এবং ৪৮০০টি দোকানের মাধ্যমে ওষুধ সরবরাহ নিশ্চিত করবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040