ভোর রাতে প্রায় ৩ কোটি মানুষ উহানের হাসপাতাল তৈরির কাজ সরাসরি দেখেছেন
  2020-01-29 17:14:51  cri

জানুয়ারি ২৯: অভিনব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় উহানে দুটি জরুরি হাসপাতাল তৈরি করা হচ্ছে। হুওশেনশান ও লেইশেনশান হাসপাতাল নির্মাণের কাজ চায়না মিডিয়া গ্রুপের ভিডিও প্ল্যাটফর্ম ইয়াং শি পিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক লাইভ সম্প্রচারিত হচ্ছে। আজ (বুধবার) ভোররাত ৩টায় চীনের প্রায় ৩ কোটি মানুষ সরাসরি তা প্রত্যক্ষ করে।

এই লাইভে কোনও ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ধারাবিবরণী নেই, শুধু হাসপাতাল নির্মাণের একঘেয়ে কাজ ও নানারকম শব্দ। তারপরও এটি অনেক নেটব্যবহারকারীকে আকর্ষণ করে। তারা স্ক্রিনের সামনে বসে হাসপাতাল তৈরির কাজ পর্যবেক্ষণ করেন, মন্তব্য করেন ও পরস্পর আলোচনা করেন। এটি করোনা ভাইরাস নিয়ে মানুষের সচেতনতামূলক আগ্রহেরই বহিঃপ্রকাশ।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040