করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ মানবাধিকার রক্ষার প্রতিফলন: সিআরআই সম্পাদকীয়
  2020-01-28 18:52:38  cri
জানুয়ারি ২৮: বর্তমানে অভিনব করোনা ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। চীনা জনগণ করোনা ভাইরাস প্রতিরোধের চেষ্টা করছে। চীনকে দ্রুত, কার্যকর, প্রকাশ্য ও সচ্ছল ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজ প্রশংসা ও সমর্থন জানিয়েছে। কিন্তু কোনও কোনও পাশ্চাত্য গণমাধ্যম চীনের বিরুদ্ধে অতিরিক্ত ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। যা মৌলিক চিকিত্সাশাস্ত্রের লঙ্ঘন। চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

অভিনব করোনা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার গতি খুব দ্রুত। এদিকে বর্তমানে চীনের বসন্ত উত্সবের যাতায়াতের সময় নতুন ধরনের করোনা ভাইরাস ছাড়িয়ে পড়ছে। সেজন্য আক্রান্তের পরিমাণও বাড়ছে। এটি জনসাধারণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর সরাসরি হুমকি সৃষ্টি করেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৫১৫জন রোগী পাওয়া গেছে। বিশ্বের অনেক দেশেও মানুষ আক্রান্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে উহান বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে, গণ জমায়েতের কার্যক্রম বাতিল করেছে, বসন্ত উত্সবের ছুটি বাড়ানোসহ বিভিন্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে।

তাই আন্তর্জাতিক সমাজ ইতিবাচক ব্যবস্থা নেওয়ার জন্য চীনের প্রশংসা করেছে। যেমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনম বলেন, চীনের সর্বোচ্চ নেতা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ব্রিটেনের ওয়েলকম ফাউন্ডেশন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক জেরেমি ফ্যালার বলেন, অভিজ্ঞতা ও ঔষধের অভাবের পরিস্থিতিতে চীনের নেওয়া ব্যবস্থাগুলোই হলো সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040