অভিনব করোনা ভাইরাস প্রতিরোধের কাজ পর্যবেক্ষণ করলেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2020-01-28 18:48:55  cri
জানুয়ারি ২৮: চীনের প্রধানমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটি অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ কর্মগ্রুপের প্রধান লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) উহান গিয়ে প্রতিরোধমূলক কাজ পর্যবেক্ষণ করেন। তিনি সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে প্রথম পর্যায়ের চিকিত্সকদের সমর্থন ও উত্সাহ দেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বিভাগের উচিত কেন্দ্রীয় পলিট ব্যুরো ও রাষ্ট্রীয় পরিষদের ব্যবস্থাপনা বাস্তবায়ন করা। জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। যৌথভাবে অভিনব করোনা ভাইরাস প্রতিরোধের কাজ জোরদারে গুরুত্ব দেন লি।

এদিন লি খ্য ছিয়াং উহানে পৌঁছে সময়মতো সবচেয়ে বেশি রোগী ও গুরুতর রোগীর চিকিত্সায় ব্যবহৃত উহান জিনইনথান হাসপাতালে যান। তিনি আইসিইউ ওয়ার্ডের চিকিত্সকদের সঙ্গে ভিডিও আলাপ করেন এবং সমগ্র চীন ও গণ-মুক্তিফৌজ থেকে উহানে এসে সহায়তাকারী চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ করেন। লি খ্য ছিয়াং তাঁদেরকে সার্বিকভাবে রোগীদের চিকিত্সা করা এবং নিজের সুরক্ষার বিষয়ে জোর দেন। তিনি বলেন, চিকিত্সকরা জনগণকে আস্থা ও উত্সাহ দিতে পারে এবং দেশের মানুষ চিকিত্সকদের ধন্যবাদ জানায়। চিকিত্সকদের প্রতিরক্ষামূলক পোশাক, গগলস ইত্যাদির স্থিতিশীল সরবরাহের প্রয়োজনীয়তার কথা শোনার পর লি খ্য ছিয়াং অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মীদেরকে সময়মতো সমস্যা সমাধানের নির্দেশনা দেন। এ ছাড়া তিনি সমগ্র চীন থেকে আরও বেশি চিকিত্সক ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো এবং অগ্রাধিকারের ভিত্তিতে উহানের চাহিদা মেটানোর জন্য নির্দেশনা দেন।

লি খ্য ছিয়াং মহামারী রোগীদের সেবায় বর্তমানে দ্রুত গতিতে নির্মাণাধীন হুওশেনশান হাসপাতালের নির্মাণস্থল পরিদর্শন করেন। তিনি শ্রমিকদেরকে জরুরিভাবে নির্মাণকাজে উত্সাহ দেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ দুর্যোগ উদ্ধারের মতোই জরুরি। শ্রমিকরা সময়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন হাসপাতাল নির্মিত হওয়ার আক্রান্তদের নিরাপত্তা বাড়বে। আমাদের উচিত আক্রান্তদেরকে চিকিত্সা জোরদারের চেষ্টা করা। এ ছাড়া তিনি শ্রমিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা রক্ষার কথাও বলেন।

লি খ্য ছিয়াং উহানের নাগরিকদের বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানান। তিনি উহানের সুপারমার্কেটে গিয়ে পণ্য সরবরাহ ও মূল্য পর্যবেক্ষণ করেন। তিনি কেনাকাটা করা মানুষদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদেরকে আস্থা বাড়ানোর ক্ষেত্রে উত্সাহ দেন। তিনি বলেন, সমগ্র চীনা জাতি উহানের নাগরিকদের পাশে রয়েছে। উহান শহরের বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করার কথা জোর দিয়ে বলেন লি খ্য ছিয়াং।

হুপেই প্রদেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের নতুন বায়োসফট-সুরক্ষা পরীক্ষাগার পর্যবেক্ষণ করেন লি খ্য ছিয়াং। তিনি গবেষকদের অভিনব করোনা ভাইরাসের গবেষণা কাজে উত্সাহ দেন। এরপর তিনি করোনা ভাইরাস প্রতিরোধ সম্মেলন আয়োজন করেন। সম্মেলনে তিনি বলেন, ভালোভাবে উহানে করোনা ভাইরাস প্রতিরোধ কাজ করলে দেশের মানুষের আস্থা বাড়বে। দুই দিনের মধ্যে আরও ২৫০০জন চিকিত্সক বিশেষ করে নার্স, উহানে আসবে। কেন্দ্রীয় সরকার বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা নেবে, সার্বিক প্রতিরোধের কাজে সমর্থন দেবে। হুপেই প্রদেশ ও উহান শহরের উচিত সার্বিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করা এবং সময়মতো কর্তৃপক্ষকে খবর জানানো। কার্যকরভাবে অসুস্থতা ও মৃত্যুহার হ্রাস করার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যরক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040