অভিনব করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৭১জন
  2020-01-28 16:08:22  cri
জানুয়ারি ২৮: সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে অভিনব করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৭১জন রোগী। তা ছাড়া, নতুন গুরুতর রোগীর সংখ্যা ৫১৫জন। ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ২৬জন রোগী মারাও গেছেন। পাশাপাশি, আরও ৯জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছে।

কমিশন জানায়, সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫জন, গুরুতর রোগীর সংখ্যা ৯৭৬জন; এ পর্যন্ত ভাইরাসে প্রাণ হারিয়েছে মোট ১০৬জন। পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬০জন। এদিকে, আরও ৬৯৭৩জন মানুষ ভাইরাসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রোগীদের সংস্পর্শে থাকা ৪৭,৮৩৩ জনের মধ্যে ৯১৪জন চিকিত্সকদের পর্যবেক্ষণের বাইরে আছেন। তবে, বাকি ৪৪,১৩২জন পর্যবেক্ষণের আওতায় আছেন।

অন্যদিকে, এ ভাইরাসে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৮জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৭জন এবং তাইওয়ানে ৫জনকে সনাক্ত করা হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040