করোনা ভাইরাস প্রতিরোধের কাজকর্ম শীর্ষ গ্রুপের সম্মেলন সভাপতিত্ব করেছেন লি খ্য ছিয়াং
  2020-01-26 20:25:55  cri
জানুয়ারি ২৬: চীনের প্রধানমন্ত্রী ও সিপিসি'র কেন্দ্রীয় কমিশনের করোনা ভাইরাস প্রতিরোধে শীর্ষ কর্মগ্রুপের প্রধান লি খ্য ছিয়াং আজ (রোববার) গ্রুপের সম্মেলনে সভাপতিত্ব করেছেন। তিনি সম্মেলনে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজে বিভিন্ন পরামর্শ দেন।

সম্মেলনে সিপিসি'র কমিশন ও সরকারের বিভিন্ন পর্যায়ে সঠিকভাবে করোনা ভাইরাসের গুরুতর অবস্থা বোঝানো এবং আরও শক্তিশালী, সঠিক ও কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পরবর্তী ধাপে হুপেই প্রদেশ ও উহান শহরে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজে চিকিত্সা শক্তি ও সামগ্রী পাঠানোর কাজে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিত্সকদের পালাক্রমিক ও সুরক্ষা জোরদার করা হবে। শহর ও গ্রামের মধ্যে এবং প্রদেশগুলোর মধ্যে ব্যক্তি যাতায়াত ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গণ-সমাগমের স্থানে ও যানবাহনে পরীক্ষা ও প্রতিরোধব্যবস্থা জোরদার করা হবে। যথাযথভাবে বসন্ত উত্সবের ছুটি বাড়ানো হবে। বিদ্যালয়ে লেখাপড়া শুরুর সময় স্থগিত করা হবে। ওয়েবসাইটে কাজ করার ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া নতুন করোনা ভাইরাসের গবেষণা জোরদার করা, চিকিত্সা-ব্যবস্থা উন্নত করা এবং চিকিত্সকদের প্রশিক্ষণ জোরদার করা হবে বলে জানানো হয়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040