'রঙিন মেঘ চাঁদকে করছে তাড়া'
  2020-01-30 14:27:02  cri

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আমি আপনাকের চীনা লোকসংগীত শোনাবো। শুরুতে আমি আপনাদেরকে চীনের একটি বিখ্যাত ক্যান্টোনিজ সংগীত শোনাবো। সংগীতটি ছিং রাজবংশ (১৯ শতাব্দীতে) আমল থেকে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমে সংগীতটির সংগ্রাহক ছিলেন তখনকার বিখ্যাত সুরকার রেন কুয়াং (১৯০০ সালে জন্মগ্রহণ, ১৯৪১ সালে মারা যান)। সংগীতটির সুর চমত্কার। সংগীতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ কিন্তু আরামদায়ক জীবন প্রতিফলিত হয়। ১৯৩৫ সালে নয়া চীনের বিখ্যাত সুরকার ফেং স্যিউ ওয়েন এর নতুন সংস্করণ প্রকাশ করেন। চলুন, আমরা একসঙ্গে সংগীত শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চীনের ঐতিহ্যবাহী ক্যান্টোনিজ সংগীত 'রঙিন মেঘ চাঁদকে করছে তাড়া' শীর্ষক সংগীত। এখন আমি আপনাদেরকে চীনের ই জাতির লোকসংগীত 'অনুভূতি গভীর, মৈত্রী দীর্ঘ' শোনাবো। গত শতাব্দীর ৬০-এর দশকে জনপ্রিয় নৃত্যনাট্য 'পূর্বাঞ্চল লাল'-এর থিম সং এটি। ১৯৯৫ সালে সংগীতটি চীনের গোল্ডেন ডিক্স অ্যায়ার্ডজ লাভ করে। ২০১৯ সালের জুন মাসে সংগীতটি চীনা বৈদেশিক প্রচার মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর ১০০টি বিশিষ্ট সংগীতের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে সংগীত শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চীনের ই জাতির লোকসংগীত 'অনুভূতি গভীর, মৈত্রী দীর্ঘ'। এখন আমি আপনাদেরকে চীনের চুয়াং জাতির একটি বিখ্যাত লোকসংগীত শোনাবো। চুয়াং জাতির মানুষ গান গাইতে পছন্দ করে। চুয়াং জাতির একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী আছে। কাহিনীর প্রধান চরিত্রের নাম লিউ সান চিয়ে। লিউ সান চিয়ে ছিল একজন সুন্দর ও স্মার্ট মেয়ে। সে ভালো গান গাইতে পারত। ১৯৭৮ সালে লিউ সান চিয়ে নামের চলচ্চিত্র মুক্তি পায়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চলচ্চিত্রের থিম সংগীংত শোনাবো। আশা করি, আপনারা সংগীত পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চীনের চুয়াং জাতির লোকসংগীত 'লিউ সান চিয়ে'। এখন আমি আপনাদেরকে 'স্বাধীন প্রজাপতি' শীর্ষক গান শোনাবো। গানটি হলো ২০০৩ সালে প্রকাশিত টিভি সিরিজের থিম সং। গেয়েছেন ছি ইউ ও ছি ছিন। দু'জন হলেন ভাই-বোন। গানটিতে চীনের প্রাচীন বাদ্যযন্ত্র গুচেং ও বাঁশি ব্যবহার করা হয়েছে। চলুন, আমরা একসঙ্গে সংগীত শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছি ইউ ও ছি ছিন'র কন্ঠে 'স্বাধীন প্রজাপতি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনা লোকসংগীত বিশেষজ্ঞ স্যু সংয়ের গান শোনাবো। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্যু সংয়ের পরিচয় দিয়েছি। তিনি বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাশাস্ত্র নিয়ে লেখাপড়া করতেন। কিন্তু ছোটবেলা থেকে তিনি পিয়ানো শেখা শুরু করেন এবং সংগীতে বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন। তিনি বিশ্ববাদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর সংগীত রচনা শুরু করেন। তাঁর সংগীতে পপ ও লোকসংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে স্থান দূরে নয়' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে 'যে স্থান দূরে নয়' শীর্ষক গান। লিউইয়াং নদী চীনের হুনান প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত। নদীটির দৈর্ঘ্য ২৩৪.৮ কিলোমিটার। এ জায়গায় এমন একটি লোকসংগীত রয়েছে, যার নাম 'লিউইয়াং নদী'। সংগীতটি ১৯৫০ সালে হুনান প্রদেশের 'মাটি বিপ্লবের' সময় রচিত হয়। এটি চীনের '২০ শতাব্দীতে চীনা শ্রেষ্ঠ ক্লাসিকল শতাধিক সংগীত তালিকা'-য় অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালে সংগীতটি চীনের 'সবচেয়ে সুন্দর শহরের সংগীত তালিকা'-য় অন্তর্ভুক্ত হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনা প্রবীণ নারী কন্ঠশিল্পী লি গু ই ও তরুণ নারী কন্ঠশিল্পী চৌ বি ছাংয়ের কন্ঠে গানটি শোনাবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040