দৃঢ়তার সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-26 19:46:53  cri
জানুয়ারি ২৬: চীন দৃঢ়তার সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে বলে উল্লেখ করেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (রোববার) করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেছে। এক সাংবাদিক সম্মেলনে চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং রোগীর চিকিত্সায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সাংবাদিক সম্মেলনে নাগরিকদের উদ্বেগের বিষয়েও জবাব দেওয়া হয়।

শুক্রবার চীনের বসন্ত উত্সবের প্রথম দিনে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় পলিট ব্যুরো শনিবার নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে সিপিসি'র কেন্দ্রীয় কমিশন করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য একটি গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব প্রতিফলিত হয়।

চীন দ্রুত উহানে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে এবং সময়মতো তথ্য প্রকাশ করছে। আন্তর্জাতিক সমাজ এতে চীন সরকারের প্রশংসা করেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চীনের শীর্ষনেতারা কয়েকবার বিশেষ সম্মেলন আয়োজন করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বিবিসি 'চীন কীভাবে ছয় দিনে একটি বিশেষ হাসপাতাল নির্মাণ করল?' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধে এর কারণ হিসেবে বলা হয়, চীন সরকার যে-কোনও আমলাতান্ত্রিক বিধিনিষেধ এড়িয়ে সার্বিকভাবে সামাজিক সম্পদ সংগ্রহ করতে পারে।

এ ছাড়া চীনের বিভিন্ন অঞ্চল হুপেই প্রদেশে চিকিত্সক গ্রুপ পাঠিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, বিজ্ঞান-প্রযুক্তি সংস্থা ও ব্যক্তিরা সময়মতো হুপেই প্রদেশে সহায়তা করছে।

চীন অবশ্যই সমাজতান্ত্রিক নীতিগত সুবিধার মাধ্যমে গুরুতর গণস্বাস্থ্যহানীকর ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অভিজ্ঞতা দিয়ে সমগ্র জনগণকে একতাবদ্ধ করে করোনা ভাইরাস প্রতিরোধের যুদ্ধ জয়লাভ করবে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040