শিক্ষা হচ্ছে 'জাতিসংঘের অবিরাম উন্নয়ন কার্যক্রম—২০৩০' বাস্তবায়নের চাবিকাঠি
  2020-01-26 19:15:06  cri
জানুয়ারি ২৬: ২৪ জানুয়ারি ছিল আন্তর্জাতিক শিক্ষা দিবস। ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান নিউইয়র্কে সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, শিক্ষা হচ্ছে 'জাতিসংঘের অবিরাম উন্নয়ন কার্যক্রম—২০৩০' বাস্তবায়নের চাবিকাঠি। পাশাপাশি, চীন শিক্ষা ব্রতে যে সাফল্য অর্জন করেছে, তার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার মাধ্যমে দক্ষতা ও জ্ঞান অর্জন করে মানুষ। এভাবেই দারিদ্র্য ও পরিবেশসহ বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। শিক্ষার অর্থ শুধু পড়া ও লেখা নয়, বরং সংস্কৃতি লালন-পালনে ভূমিকা রাখা। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রক্রিয়ায় অব্যাহত লেখাপড়া প্রয়োজন। শিক্ষা মানুষের আচরণ ও সামাজিক অগ্রগতির জন্য অনেক গুরুত্বপূর্ণ।

দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি এবং দরিদ্র দেশ বা অঞ্চলে বসবাস করা শিশুদের শিক্ষা সমস্যায় গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, চীনের শক্তিশালী নেতৃস্থানীয় ভূমিকা, সঠিক নীতিমালা এবং শীর্ষনেতৃবৃন্দের সুদূরপ্রসারী দৃষ্টি হচ্ছে চীনের শিক্ষা ব্রতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ বিষয়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040