সিএমজি'র বসন্ত উত্সবের বিশেষ গালা অনুষ্ঠানে অনেকগুলো 'প্রথম' অর্জন হয়েছে; দর্শকের সংখ্যা ১২৩.২ কোটি
  2020-01-26 19:07:24  cri
জানুয়ারি ২৬: চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি'র বসন্ত উত্সবের বিশেষ গালা অনুষ্ঠান সফল হয়েছে। এতে কয়েকটি 'প্রথম' অর্জন বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে দেশের প্রধান মিডিয়ার দায়িত্বের পাশাপাশি, নতুন সময়পর্বে বসন্ত উত্সবের বিশেষ গালা অনুষ্ঠানের আকর্ষণ, চালিকাশক্তি ও নব্যতাপ্রবর্তন ফুটে উঠেছে।

এক পরিসংখ্যানে বলা হয়, চান্দ্র নববর্ষের আগের দিন রাতে চীনের ২২৫টি টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। সেই সঙ্গে, বিশ্বের ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৬ শতাধিক মিডিয়া এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। টেলিভিশন, ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেশি-বিদেশি ১২৩.২ কোটি দর্শক তা উপভোগ করে।

বিশেষ গালা অনুষ্ঠানে 'ভালোবাসা হচ্ছে সেতু' শীর্ষক অনুষ্ঠানকে 'সবচেয়ে চমত্কার অনুষ্ঠান' বলে মনে করা হয়। এ অনুষ্ঠানের কোনও পূর্ব-চর্চা করা হয়নি। অনুষ্ঠানের মাধ্যমে সব চীনা মানুষ উহানের নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারেন। এর মাধ্যমে ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনাদের দৃঢ়প্রতিজ্ঞাও ফুটে ওঠে।

উল্লেখ্য, চীনা সংস্কৃতি প্রচারের এক উল্লেখযোগ্য ব্র্যান্ড বিশেষ গালা অনুষ্ঠানটি অধিক থেকে অধিকতর বিশ্ব দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের ২৯৪টি টেলিভিশন, বেতার ও নতুন মিডিয়া এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040