রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সামগ্রীর জন্য 'গ্রিন চ্যানেল' খুলেছে
  2020-01-26 18:45:04  cri
জানুয়ারি ২৬: করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বিদেশ থেকে পাঠানো সামগ্রী গ্রহণে 'গ্রিন চ্যানেল' খুলেছে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন। আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ওষুধ, প্রতিরোধক পণ্য, জীবাণুমুক্তকরণ পণ্য, চিকিত্সা সরঞ্জামসহ সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী দ্রুত শুল্ক ব্যবস্থা দিয়ে পারাপারের জন্য, চীনের বিভিন্ন পর্যায়ের শুল্ক বিভাগ গ্রিন চ্যানেল খুলবে। জরুরি অবস্থায় সংশ্লিষ্ট সামগ্রী চিকিত্সা ও ওষুধ বিভাগের প্রমাণপত্র থাকলে সরাসরি তা চীনে প্রবেশ করতে পারবে। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন আরও এক বিবৃতিতে জানায়, শুল্ক বন্দর দিয়ে প্রবেশ ও প্রস্থানকারী ব্যক্তির স্বাস্থ্যের ঘোষণাপত্র প্রয়োজন। শুল্ক অঞ্চলে সার্বিক চিকিত্সাব্যবস্থা ও অসুস্থ ব্যক্তিকে আলাদা করার ব্যবস্থা নেওয়া হবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040