হংকংয়ে করোনা ভাইরাস প্রতিরোধের মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে
  2020-01-26 16:18:11  cri
জানুয়ারি ২৬: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান ক্যারি ল্যাম গতকাল (শনিবার) বলেন, নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ-ব্যবস্থা 'জরুরি' পর্যায় থেকে 'সর্বোচ্চ জরুরি' পর্যায়ে উন্নীত করেছে হংকং। পাশাপাশি, এই ভাইরাস প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উহান থেকে সব ফ্লাইট ও দ্রুতগতির রেল সাময়িকভাবে বন্ধ করা এবং বসন্ত উত্সবের পর স্কুল ও কিন্ডারগার্টেন শুরুর তারিখ পেছানো।

এদিন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের কয়েকটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং চিকিত্সা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন ক্যারি ল্যাম। এরপর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৬টি কৌশল ও ধারাবাহিক উদ্যোগ ঘোষণা করেন তিনি।

ভাইরাস নিয়ন্ত্রণে কমিউনিটির মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিও বিবেচনা করেছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল। বসন্ত উত্সব উপলক্ষ্যে সবগুলো বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই সঙ্গে, বিভিন্ন কলেজ, সামাজিক ইউনিটি, বাজার, গ্রন্থাগার ও খেলার মাঠসহ বিভিন্ন গণ-সমাগমের স্থানে জীবাণুমুক্তকরণের কাজ জোরদার করতে হবে।

বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বাস্থ্য কমিশন ইতোমধ্যেই মাস্ক সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছে। স্বল্পকালের জন্য হংকংয়ের অধিবাসীদের মাস্ক দেওয়া হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040