চীনে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ৬৮৮জন: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন
  2020-01-26 16:05:38  cri
জানুয়ারি ২৬: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শনিবার চীনের ২৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৮৮জন রোগী পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর রোগীর সংখ্যা ৮৭জন এবং আরও ১৫জন মারা গেছে। এর মধ্যে হুপেই প্রদেশে ১৩জন, শাংহাই শহর ও হ্যনান প্রদেশে দুইজন মারা গেছে। হাসপাতাল থেকে ১১জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে। পাশাপাশি নতুন ১৩০৯জনকে ভাইরাসে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে।

শনিবার মধ্যরাত পর্যন্ত গোটা চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ায় ১৯৭৫জন। এর মধ্যে ৩২৪জনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে মারা গেছে ৫৬জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৯জন।

তা ছাড়া, মূলভূভাগের বাইরে চীনের হংকংয়ে ৫জন, ম্যাকাওয়ে ২জন এবং তাইওয়ানে ৩জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে ৪জন, জাপানে ২জন, দক্ষিণ কোরিয়ায় ২জন, যুক্তরাষ্ট্রে ২জন, ভিয়েতনামে ২জন, সিঙ্গাপুরে ৩জন, নেপালে ১জন, ফ্রান্সে ২জন এবং অস্ট্রেলিয়ায় একজন ভাইরাসে আক্রান্ত হয়েছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040