গোটা চীনের চিকিত্সক হুপেই প্রদেশে যাচ্ছেন
  2020-01-26 16:03:40  cri
জানুয়ারি ২৬: করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চীনের বিভিন্ন অঞ্চলের চিকিত্সকরা বসন্ত উত্সবের ছুটি বাতিল করে চীনের হুপেই প্রদেশে যাচ্ছেন। দুই ধরনের ইনহিবিটারস নিয়ে চীনে আসা জার্মান বিশেষজ্ঞ প্রফেসর রল্ফ হিলজেনফিল্ড বলেন, নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধযোগ্য। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে ভাইরাস প্রতিরোধ সম্ভব।

হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থংজি হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের উপপরিচালক গুওওয়েই তার সহকর্মীদের সঙ্গে নিয়ে রোগ নিয়ন্ত্রণের আশা প্রকাশ করেছেন।

বসন্ত উত্সবের প্রথম দিন অর্থাত্ শনিবার হুনান, সিছুয়ান ও চিয়াংসু প্রদেশের চিকিত্সকদল উহান পৌঁছায়। সিছুয়ান প্রদেশের প্রথম দফা চিকিত্সক দলের সদস্য চৌ চং হুই বলেন, উহানে গিয়ে কাজ করা একজন চিকিত্সকের দায়িত্ব।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040