নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্মেলনে সভাপতিত্ব করেছেন সি চিন পিং
  2020-01-26 16:00:51  cri
জানুয়ারি ২৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় পলিট ব্যুরো গতকাল (শনিবার) নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, রোগীদের চিকিত্সা ও গবেষণা নিয়ে আলোচনা হয়েছে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এই সম্মেলন সভাপতিত্ব করেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

সম্মেলনে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভাইরাস প্রতিরোধের কাজে নিয়োজিত চিকিত্সকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান সি চিন পিং। তিনি চীনের নাগরিক, বিশেষ করে হুপেই প্রদেশের নাগরিকদেরকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সিপিসি, গণ-মুক্তিফৌজ ও বিভিন্ন জাতির জনগণ হুপেই প্রদেশের জনগণকে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বিভিন্ন পর্যায়ের ক্যাডারদের নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। যৌথভাবে ভাইরাস প্রতিরোধের কাজ জোরদার করা, সংশ্লিষ্ট ঔষধ ও সামগ্রী সরবরাহ নিশ্চিত করা, চিকিত্সকের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে সরবরাহ বাড়ানো, গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন করা, সামাজিক শক্তি জোরদার করা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার নির্দেশনাও দিয়েছেন।

সম্মেলন থেকে ভাইরাস সংক্রমণের যথাযথ অবস্থা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো বিশ্বের অবস্থা প্রকাশ করা উচিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ হংকং, ম্যাকাও ও তাইওয়ানকে সংশ্লিষ্ট তথ্য জানানো উচিত বলে মন্তব্য করা হয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040