বসন্ত উত্সবের উত্তর
  2020-01-25 19:45:55  cri

 


Md Almas Ali: চীনের বসন্ত উৎসব পালন করা হয় কবে থেকে।

খ্রীষ্টানদের বড় দিনের মতো বসন্ত উত্সব চীনাদের পক্ষে বছরের সবচেয়ে বড় উত্সব।

ঐতিহাসিক তথ্য অনুসারে চীনাদের বসন্ত উত্সবের ইতিহাস চার হাজার বছরেরও বেশী দীর্ঘ। তবে তখন এই উত্সবের নাম বসন্ত উত্সব ছিল না, উত্সবের দিনতারিখও স্থির করা হয় নি। খৃষ্টপূর্ব দু হাজার এক শ' সালের সময় তখনকার অধিবাসীরা বৃহষ্পতিগ্রহের একবার প্রদক্ষিণের সময়কে এক সুই বলে অভিহিত করতেন, সেই সময় বসন্ত উত্সবের নাম ছিল সুই। খৃষ্টপূর্ব এক হাজার সালের কাছাকাছি সময় তখনকার অধিবাসীরা বসন্ত উত্সবকে চীনা ভাষায় 'নিয়েন' বলে ডাকতেন। 'নিয়েন' অর্থ বছর, তবে তখনকার বছরের অর্থ ছিল সুফসল। যে বছর খাদ্যশস্যের ভালো ফলন হয়েছে, সেই বছরকে ফসলের নিয়েন বলা হতো, যে বছর খুব ভালো ফসন হয়েছে, সেই বছরকে ভালো ফসলের নিয়েন বলা হতো।

Md Chan Miah প্রথমেই আমি চীনের বসন্ত উৎবসব উপলক্ষে চীনাদের সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

প্রশ্নঃ বসন্ত উপলক্ষে চীনারা কী কী অনুষ্ঠানের আয়োজন করে থাকে? ।

মোঃ চাঁন মিয়া,

সভাপতি

সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক সিলেট

জেলা শাখা বাংলাদেশ।

চীনের বিভিন্ন টিভি কেন্দ্রে বসন্ত উত্সবের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে থাকে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো চায়না মিডিয়াম গ্রুপ (সিএমজি)-এর উদ্যোগে বসন্ত উত্সবের আগের রাতে অনুষ্ঠান। তখন চীনের শ্রেষ্ঠ শিল্পীরা অনুষ্ঠানে পরিবেশনা করেন। চীনারা পরিবারের সবাই মিলে অনুষ্ঠান দেখেন।

Sazzad Hossain Riju: চীনা বসন্ত উৎসব ঘিরে বিভিন্ন পশু নির্বাচনের ইতিহাস ও প্রক্রিয়া জানতে চাই।

১২ রাশিচক্রকে চীনারা শেং সিয়াও এবং সু শিয়াং বলে ডাকেন। দু'টির অর্থ মূলত একই। এটি চীনাদের বয়স হিসাব করার একটি পদ্ধতি এবং প্রাচীন একটি কালপঞ্জি। হাজার হাজার বছর ধরে চীনাদের মধ্যে এই প্রথা প্রচলিত রয়েছে। ১২ শেং সিয়াও অর্থাত ১২ রাশিচক্র হল যথাক্রমে: ইঁদুর, গরু, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মুরগী, কুকুর, শূকর। প্রাচীনকালের মানুষেরা এক দিন অর্থাত ২৪ ঘণ্টাকে ১২ অংশে ভাগ করেন। প্রতি দু ঘণ্টা এক শিচেন এবং প্রতি শিচেনকে একটি শেংসিয়াও দিয়ে নামকরণ করেন। যেমন রাত ১১টা থেকে রাত ১টা হলো ইঁদুর সময়। এই সময় হলো এক দিনের শেষ সময় এবং নতুন আরেক দিনের সূচনা। ইঁদুর হলো ১২ শেং সিয়াওয়ের প্রথমটা।

Pradip Kundu: চীনের বসন্ত উৎসব কত দিন ধরে উদযাপন করা হয়? স্কুল কলেজে এ উপলক্ষে কি ছুটি থাকে ? সরকারি স্তরে এই উৎসব পালন করা হয় কি, না এটা পারিবারিক উৎসব ?

- প্রদীপ চন্দ্র কুন্ডু

ভট্টপুকুর নিবেদিতা সংঘ

অরুন্ধতী নগর 799003

আগরতলা, ত্রিপুরা, ভারত।

চীনারা আসলে ১৫দিনের মত বসন্ত উত্সব উদযাপন করি। মানে বসন্ত উত্সবের ১৫তম দিন অর্থাত্ ইউয়ানস্যিয়াও (元宵节) পর্যন্ত শেষ হয়। কিন্তু সরকারি ছুটি মাত্র তিনদিন। সামনে ও পরের সপ্তাহান্তিক কালসহ টানা সাত দিন ছুটি। বসন্ত উত্সবের সময় শিখার্থীদের শীতকালীন ছুটিতে। চীনা শিখার্থীদের শীতাকলীন ছটি সাধারণত এক মাস।

Zakir Hossain: বসন্ত উৎসব কি প্রতি বছর হয়।

বসন্ত উত্সব অবশ্যই প্রতি বছর হয়। বসন্ত উত্সব হলো চীনা বর্ষের নববর্ষ।

Sazzad Hossain Riju ইঁদুর বছরের বিশেষত্ব কি?

১২ সেং সিয়াও সম্পর্কিত কিংবদন্তী

অনেক অনেক বছর আগে আকাশের রাজা ইউয়ু হুয়া একটি আদেশ জারী করেন যে, ১২টি পশু বাছাই করতে হবে যারা একদিনের ১২ শিচেনকে প্রতিনিধিত্ব করে। প্রথমে ১২টা পশুকে তাঁর সামনে হাজির করতে হবে এবং তাদেরকে ক্রম অনুসারে নির্বাচিত করা হবে।

বিড়াল ও ইঁদুর ছিল খুবই ভাল বন্ধু। তারা এ খবর শুনে খুবই খুশি হয়। বিড়াল ইঁদুরকে বলে, কাল আমরা একসাথে রাজপ্রাসাদে যাব। তবে আমি তো সকালে সহজে ঘুম থেকে উঠতে পারিনা তাই যখন তুমি যাও আমাকে ঘুম থেকে জেগে দিও। ইঁদুর বলে, কোনো সমস্যা নেই ভায়া।

তবে পরদিন সকালে ইঁদুর ঘুম থেকে উঠে বিড়ালকে না বলেই একা একা রাজপ্রাসাদে রওয়ান হয়।

Ashraful Islam: চীনারা বসন্ত উৎসবে কিকি বিশেষ খাবার খেয়ে থাকেন?

যেমন মিষ্টিজাতীয় খাদ্য, কেক, ফলমুল, মাছ-মাংস ইত্যাদি। দক্ষিণ চীনে বছরের শেষ খাবারের টেবিলে দশ-বারোটি তরিতরকারী আছে, এগুলোর মধ্যে টোফু অর্থাত্ সয়াবীনের দই ও মাছ থাকতে হবে। কারণ এই দুটি খাবারের চীনা উচ্চারণের সংগে ঠিক সমৃদ্ধির চীনা শব্দের উচ্চারণের অনেক মিল আছে। এতে নতুন বছরে চীনাদের আশা-আকাংখা প্রতিফলিত হয়েছে। উত্তর চীনে বছরের শেষ খাবারের টেবিলে চিয়াও চি নামক এক খাবার অবশ্যই থাকতে হবে। সেদিন সন্ধ্যায় পরিবারের সবাই এক সংগে মিলে চিয়াও চি তৈরী করেন। চিয়াউ চি চীনের এক জনপ্রিয় খাবার, চিয়াও চি মাংসের পুর দেয়া এক কুলী পিঠে, বছরের শেষ রাতে পরিবারের সকল সদস্য মিলিতভাবে চিয়াও চি তৈরী করে ফুটন্ত পানির মধ্যে সেদ্ধ করে ভিনেগা ও অন্যান্য মশলার সংগে খান।

Foysal Ahmed Sipon: বসন্ত উৎসবের শেষ দিন কবে?

চীনের ঐতিহ্যিক রীতিনীতি অনুসারে চীনের বসন্ত উত্সব চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের ২৩ তমো দিন থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫তম দিন অর্থাত্ লন্ঠন উত্সব পর্যন্ত স্থায়ী হয়, বসন্ত উত্সব উদযাপনের সময় প্রায় তিন সপ্তাহ।

Rakesh Rao: কেন লাল রঙ মূল বসন্ত forতু জন্য

Rakesh

836, Syndicate Bank colony

11, Street anna Nagar West extension

Chennai-600101

India

চীনা মানুষের মনে লাল রঙ হলো সমৃদ্ধ ও সুখ। সুখের দিনে চীনা মানুষ সাধারণত লাল রঙ পোষাক পড়ি। যেমন বসন্ত উত্সব ও বিয়ের দিনে।

Sultan Mahmud: বসন্ত উৎসবে চীন দেশের মেয়েরা কী ধরণের পোশাক পরিধান করে?

সভাপতি, সেতু রেডিও ফ্যন ক্লাব, মান্দা, নওগাঁ, বাংলাদেশ।

বসন্ত উত্সবে চীনা মেয়েরা চীনা ঐতিহ্যগত পোষাক করে। যেমন ছিফাও। সাধারণত পোষাকে লাল রঙ রয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040