নেতাদের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের বৈঠক
  2020-01-25 18:29:51  cri
জানুয়ারি ২৫: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল গতকাল (শুক্রবার) আলবেনিয়া ও উত্তর ম্যাসিডোনিয়া সফর করেন এবং দু'দেশের নেতাদের সঙ্গে ইইউ জোটে যোগদান নিয়ে আলোচনা করেন।

এদিন মিশেল আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বলেন, আলবেনিয়া ও পশ্চিম বলকান অঞ্চলের ভবিষ্যত ইইউ'র সঙ্গে উন্নত হবে। ইইউ জোটে যোগ দিতে সংস্কার, আধুনিকীকরণ, আইনি ব্যবস্থা ও দুর্নীতিদমন করা দরকার। আগামী কয়েকটি সপ্তাহে ইইউ'র সদস্যদেশগুলো জোট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।

রামা বলেন, আলবেনিয়া ইইউ জোটে যোগ দিতে না পারলেও দেশের গভীর সংস্কার অব্যাহত থাকবে।

একই দিন উত্তর ম্যাসিডোনিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট স্টিভো পেনদারোভস্কি ও প্রধানমন্ত্রী অলিভার স্পাসোভস্কি'র সঙ্গে বৈঠক করেন মিশেল। তিনি উত্তর ম্যাসিডোনিয়ার সংস্কারে সমর্থন জানান। পেনদারোভস্কি বলেন, ইইউ জোটে যোগ দেওয়া উত্তর ম্যাসিডোনিয়ার লক্ষ্য। তিনি আশা করেন, এ লক্ষ্য দ্রুত বাস্তবায়িত হবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040