বসন্ত উৎসবের বিশেষ গালা অনুষ্ঠানের মাধ্যমে নতুন সময়পর্বে চীনাদের চেতনা তুলে ধরা হয়েছে
  2020-01-25 16:53:34  cri

জানুয়ারি ২৫: গতকাল (শুক্রবার) রাত ৮টায় চায়না মিডিয়া গ্রুপ 'সিএমজির' 'বসন্ত উৎসবের বিশেষ গালা অনুষ্ঠান—২০২০' অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেইজিংয়ের মূল অনুষ্ঠানের পাশাপাশি চেংচৌ এবং 'কুয়াংতুং, হংকং ও ম্যকাওয়ে' দুটি অনুষ্ঠান হয়। এই তিনটি স্থানে 'সর্বমুখী সমাজের স্বপ্ন বাস্তবায়ন এবং আনন্দময় বসন্ত উত্সব উদযাপন' শীর্ষক মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নাচ, গান, কথাবার্তা, অপেরা, মার্শাল আর্ট, ম্যাজিক অ্যাক্রোব্যাটিক্সসহ বিভিন্ন ধরনের পরিবেশনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, এবারের বিশেষ গালা অনুষ্ঠানে সামাজিক উত্তপ্ত ইস্যু— উহানের নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে চিকিত্সক ও অধিবাসীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করা হয়। এতে কোটি কোটি চীনা মানুষের এক হয়ে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা ফুটে ওঠে।

এবারের বিশেষ গালা অনুষ্ঠানে শুধুমাত্র একটি অনুষ্ঠানের কোনও পূর্ব-চর্চা করা হয়নি। সেটি হলো ভাইরাস প্রতিরোধে 'ভালোবাসা হচ্ছে সেতু' শীর্ষক একটি প্রতিবেদন তৈরি। এতে নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধকারী চিকিত্সক ও উহানবাসীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই রিপোর্ট লাখ লাখ মানুষকে মুগ্ধ করে।

এক অসম্পূর্ণ পরিসংখ্যানে বলা হয়, গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের বসন্ত উত্সবের বিশেষ গালা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছে ১১১.৬ কোটি মানুষ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040