সারা বিশ্বের খাবার চীনা মানুষের বসন্ত উত্সবের ডিনারে যুক্ত হয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-25 16:38:56  cri
জানুয়ারি ২৫: আজ (শনিবার) হলো চীনের চান্দ্র নববর্ষের প্রথম দিন। এদিন চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সবটির প্রথম দিন। নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে অধিকাংশ চীনা মানুষ বাড়িতে ফেরার কর্মসূচী বাদ দিয়েছেন। তাঁরা নিজ জন্মস্থানের ঐতিহ্যবাহী খাবার খেতে না পারলেও, তাঁরা সারা বিশ্বের খাবার খেতে পারবেন। কারণ, অনেক বিদেশি খাবার আমদানির পাশাপাশি ঐতিহ্যবাহী চীনা বসন্ত উত্সবের ডিনারে আরও বেশি আন্তর্জাতিক খাবার যুক্ত হয়েছে। চীন আরও উচ্চ মানের উন্মুক্তকরণের মাধ্যমে নাগরিকদেরকে আনন্দময় উত্সবের স্বাদ দেবে। এ ছাড়া বিশ্বের জন্য আরও ব্যাপক বাজারের ব্যবস্থা করবে।

চীনের ১৪০ কোটি মানুষ রয়েছে। চীনে বিশ্বের বৃহত্তম ও সুপ্তশক্তির মাঝারি আয়ের মানুষ রয়েছেন। তাঁদের ভোগের সামর্থ্য ও মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশ্বের বৃহত্তম কৃষিপণ্য আমদানিকারক দেশ হিসেবে চীন বিশ্বের ১০ শতাংশ কৃষিপণ্য আমদানি করে। গত দুই বছরে অনেক বিদেশি খাবার চীন আন্তর্জাতিক আমদানি মেলার মাধ্যমে চীনে এসেছে। ২০১৯ সালে নতুন ১৬টি দেশ চীনে মাংস রপ্তানির অনুমোদন পেয়েছে।

ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে চীনের দরজা আরও উন্মুক্ত হচ্ছে এবং ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার অর্থনীতি দৃঢ় হচ্ছে। যদিও এ বছরের বসন্ত উত্সবে চীনে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমিত হলেও কঠিন অবস্থা দীর্ঘস্থায়ী হয় না। চীনের বাজারের অবস্থা কখনও পরিবর্তন হয় নি। অনেক চীনা মানুষ রেস্তোরাঁয় যাওয়া বন্ধ করলেও তাঁরা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার কিনছেন। ৬০টিরও বেশি দেশের কয়েক শতাধিক বাজারের খাবার চীনা মানুষের ডিনার টেবিলে দেখা গেছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040