২০২০ সালে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীল প্রবৃদ্ধি বাস্তবায়নে ৫টি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে: এসএএসএসি
  2020-01-25 16:11:38  cri
জানুয়ারি ২৫: দেশ-বিদেশের আর্থিক পরিস্থিতি জটিল হওয়ার প্রেক্ষাপটে চীনের কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের নিম্নমুখী চাপ মোকাবিলায় সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন বা এসএএসএসি'র মুখপাত্র ফেং হুয়া কাং বলেন, ২০২০ সালে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীল প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে ৫টি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এই ৫টি ক্ষেত্রে নেওয়া উদ্যোগের মধ্যে প্রধানত রয়েছে: কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা, বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তন কাজে লাগানো, কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীল প্রবৃদ্ধির চালিকাশক্তি বৃদ্ধি, সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার মজবুত করা এবং গুরুতর ঝুঁকি প্রতিরোধের মাধ্যমে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার জোরদার করা।

সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার সম্পর্কে তিনি বলেন, 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনায়' কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের দূষণমুক্ত কয়লা উত্পাদনের কাজ সম্পন্ন করার পাশাপাশি, সাজ-সরঞ্জাম তৈরি, রাসায়নিক শিল্প ও সামুদ্রিক শিল্পের পেশাগত সমন্বয়কাজ জোরদার করতে হবে।

কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কে তিনি বলেন, বাজারমুখী অপারেটিং মেকানিজম আরও সুসংহত করতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040