চীনে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৮৭জন: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন
  2020-01-25 15:47:19  cri
জানুয়ারি ২৫: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শুক্রবার মধ্যরাত পর্যন্ত চীনের ২৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ৪৪৪জন রোগী পাওয়া গেছে। এতে আরও ১৬জন মারা গেছে। হাসপাতাল থেকে ৩জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। পাশাপাশি, ১৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে ১১১৮জনকে ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে। গোটা চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ তালিকায় ছিংহাই প্রদেশ নতুন যুক্ত হয়েছে।

গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত চীনে করোনা ভাইরাসজনিত নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ায় ১২৮৭জন। এর মধ্যে ২৩৭জনের অবস্থা গুরুতর, ৪১জন মারা গেছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৩৮জন।

তা ছাড়া, মূলভূভাগের বাইরে চীনের হংকংয়ে ৫জন, ম্যাকাওয়ে ২জন এবং তাইওয়ানে ৩জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে ৪জন (২জন সুস্থ হয়ে উঠেছেন), জাপানে ২জন (১জন সুস্থ হয়ে উঠেছেন), দক্ষিণ কোরিয়ায় ২জন , যুক্তরাষ্ট্রে ২ জন, ভিয়েতনামে ২জন , সিঙ্গাপুরে ৩ জন , নেপালে ১জন এবং ফ্রান্সে ২জন ভাইরাসে আক্রান্ত হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040