চীনের বসন্ত উত্সবের ওপর করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব: সিআরআই সম্পাদকীয়
  2020-01-24 16:59:38  cri
জানুয়ারি ২৪: আজ (শুক্রবার) চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে বছরের শেষ দিন। কাল (শনিবার) নতুন ইঁদুরবর্ষের প্রথম দিন ও বসন্ত উত্সবের শুরু। চীনা জনগণের কাছে নববর্ষের প্রথম দিন হচ্ছে গুরুত্বপূর্ণ পুনর্মিলন দিবস। তবে, এবার নতুন ধরনের করোনা ভাইরাস এই উত্সবের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের আশা ছেড়ে দিয়েছেন। এদের কেউ কেউ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন; আবার কেউ কেউ ভাইরাসের বিস্তার রোধকল্পে উত্সবের সময় জন্মস্থানে ফিরে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন। আবার কেউ কেউ অন্যদের কথা চিন্তা করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেননি।

চীন সরকার নতুন ধরনের করোনা ভাইসারের প্রকোপ রোধে শতভাগ স্বচ্ছতার পরিচয় দিয়েছে। ভাইরাসসংক্রান্ত বিভিন্ন তথ্য সময়মতো প্রকাশ করেছে, জনগণকে সতর্ক করেছে, আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নিয়েছে এবং ভাইরাসের বিস্তাররোধে বিভিন্ন তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণও সরকারের সঙ্গে একযোগে স্বেচ্ছায় ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগতভাবে বা যৌথভাবে কাজ করে যাচ্ছে। বস্তুত, চীনা সরকার জনস্বাস্থ্যকে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে।

এবারের বসন্ত উত্সবে চীনারা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তাই এবারের নববর্ষে পুনর্মিলনের বিশেষ অর্থ পাওয়া গেছে। ১৪০ কোটি চীনা মানুষ মিলিতভাবে নতুন এই ভাইরাস প্রতিরোধ করছে। এ যেন ১৪০ কোটি মানুষের একটি বিশাল পরিবারের বিশেষ পুনর্মিলন! (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040