করোনা ভাইরাস এখনও আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য-সমস্যা হয়ে ওঠেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-01-24 16:57:26  cri
জানুয়ারি ২৪: বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল (বৃহস্পতিবার) এক ঘোষণায় বলেছে, চীনের উহানের নতুন ধরনের করোনা ভাইরাস এখনও আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য-সমস্যা হয়ে ওঠেনি। সম্প্রতি এ বিষয়ে আলোচনার পর সংস্থার জরুরি কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়।

কমিটির সদস্যরা বলেন, চীন ছাড়া অন্যান্য দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা খুব কম এবং চীন সরকার ইতোমধ্যেই ধারাবাহিক শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থাদি গ্রহণ করেছে। তাই এখনই একে আন্তর্জাতিক স্বাস্থ্য-সমস্যা হিসেবে দেখা হচ্ছে না।

জরুরি কমিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদলকে ভাইরাসের উত্স ও মানুষ থেকে মানুষে এ ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা খতিয়ে দেখতে এবং চীনের অন্যান্য প্রদেশে পর্যবেক্ষণকাজে অংশ নিতে প্রস্তাব দিয়েছে।

একইদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানোম গেব্রেয়েসুস বলেন, চীনের অন্য শহরগুলোর সঙ্গে উহানের যোগাযোগ বিচ্ছিন্ন করার চীনা সিদ্ধান্ত সঠিক। এ ব্যবস্থা কার্যকর হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, ভাইরাসের প্রতিরোধ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা, এবং ভাইরাসের তথ্য শেয়ার করার ক্ষেত্রে চীন প্রশংসনীয় স্বচ্ছতা দেখিয়েছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040