চীনে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩০ জনে উন্নীত
  2020-01-24 16:55:04  cri
জানুয়ারি ২৪: গতকাল (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত চীনের ২৭টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২৫৯ জন রোগী চিহ্নিত করা হয়। তা ছাড়া, এই ভাইরাসজনিত নিউমোনিয়ায় নতুন করে ৮ জন রোগী মারাও গেছেন। পাশাপাশি, নতুন করে ৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (শুক্রবার) এসব তথ্য জানায়।

কমিশন জানায়, ১৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০ জন। আর সারা দেশের মোট ২৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও নগরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ইনার মঙ্গোলিয়া, শ্যানসি, কানসু ও সিনচিয়াং।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চীনের মোট ২৯টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও নগরে আক্রান্ত রোগীদের মধ্যে ১৭৭ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। উক্ত সময় পর্যন্ত এ রোগে সারা দেশে মারা গেছেন ২৫ জন। একই সময়ে ৩৪ জন চিকিত্সা নিয়ে সুস্বও হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে মোট ৫ জন এবং বিদেশে মোট ৯ জন এই ভাইরাসে আক্রান্ত হন।

এদিকে, রোগীদের সংস্পর্শে থাকা ৯৫০৭ জনের মধ্যে ১০৮৭ জন চিকিত্সামূলক পর্যবেক্ষণের বাইরে আছেন। তবে, বাকি ৮৪২০ জন পর্যবেক্ষণের আওতায় আছেন। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040