মানুষকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-01-23 19:40:20  cri
জানুয়ারি ২৩: চীনের হু পেই প্রদেশের উ হান শহর আজ (বৃহস্পতিবার) ভোরে এই ঘোষণা করে যে, একইদিন সকাল ১০টা থেকে স্থানীয় বিমানবন্দর ও ট্রেন স্টেশনের প্রস্থান পথ ও শহরের বিভিন্ন পাবলিক পরিবহন বন্ধ থাকবে। শহরবাসীদের উ হান থেকে বাইরে না-যাওয়ার জন্য অনুরোধও জানানো হয়। বর্তমানে করোনা ভাইরাস নিয়ে গবেষণার ভিত্তিতে নেওয়া একটি ব্যবস্থা এটি। এর উদ্দেশ্য হলো ভাইরাস ছড়িয়ে পড়ার পথ বন্ধ করে দেওয়া এবং জনগণের নিরাপত্তা ও সুস্থতা সুরক্ষা করা। এতে মানুষকে প্রাধান্য দেওয়ার উচ্চ পর্যায়ের দায়িত্বশীলতা প্রতিফলিত হয়।

সবাই জানেন, উ হান হলো চীনের মধ্যাঞ্চলের বৃহত্তম পরিবহন সংযোগস্থান। সাময়িকভাবে তার বাইরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হলো খুবই কঠিন একটি সিদ্ধান্ত। চীন সরকার সাহসের সঙ্গে এই সিদ্ধান্ত যে-নিয়েছে তার কারণ হলো ভাইরাসের বিস্তার রোধ করা খুবই জরুরি। যে কোনো বিষয়ের তুলনায় জনগণের শারীরিক নিরাপত্তা ও সুস্বতা বেশি গুরুত্বপূর্ণ।

চীনের নেওয়া ব্যবস্থা শক্তিশালী বলে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক মনে করেন।

যাওয়ার পথ বন্ধ হলেও উ হান বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠবে না। বর্তমানে বিভিন্ন জায়গার চিকিত্সক কয়েক দফায় উ হান শহরে গিয়েছেন। উ হান অনেক শহরবাসী মনে করেন, পরিবহন ব্যবস্থার অসুবিধার চেয়ে জীবন ও সুস্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040