টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে জাতিসংঘের 'দশ সালা পরিকল্পনা'
  2020-01-23 16:04:36  cri
জানুয়ারি ২৩: দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বের সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলার আহ্বান জানিয়ে, জাতিসংঘ গতকাল (বুধবার) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আনুষ্ঠানিকভাবে 'দশ সালা পরিকল্পনা' বাস্তবায়নের কথা বলেছে।

এদিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস সকল সদস্যরাষ্ট্রকে তাদের অনানুষ্ঠানিক কাজের রিপোর্ট জমা দিতে অনুরোধ জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অনেক অগ্রগতি অর্জন করলেও, সামগ্রিকভাবে এখনও সফল হতে পারেনি। এ অবস্থায় ২০৩০ সালের মধ্যে সফলভাবে এই লক্ষ্যগুলি অর্জনের জন্য এক দশকের উচ্চাভিলাসী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

গুতেরহিস আরও বলেন, একবিংশ শতাব্দির শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায় চারটি গুরুতর হুমকির মুখোমুখি: বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু সংকট, বৈশ্বিক অবিশ্বাস, এবং ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব। এসব হুমকি মোকাবিলা করতে হবে। পাশাপাশি, লিঙ্গ সমতা, তরুণদের ক্ষমতায়ন, ও জাতিসংঘের সংস্কারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040