জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের ভূমিকার প্রশংসা করলেন আন্তর্জাতিক কর্মকর্তারা
  2020-01-23 15:39:35  cri
জানুয়ারি ২৩: বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় পরিচালনা ব্যবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে চীনের সমর্থন অনেক মূল্যবান। চীন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। একাধিক আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে এসে সিনহুয়া বার্তা সংস্থার কাছে এমন মন্তব্য করেন।

জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোরভায়া বলেন, বর্তমানে রাজনীতি, সমাজ, প্রকৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মানবজাতির সামনে চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জের বৈশ্বিক বৈশিষ্ট্যও আছে। একতরফাভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। আগের যে-কোনো সময়ের তুলনায় এখন বহুপক্ষবাদ আরও বেশি প্রয়োজন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী চেয়ারম্যান ক্লাউস সওয়াব মনে করেন, বর্তমানে বিশ্ব জটিল থেকে জটিলতর হচ্ছে। এর মানে সমস্যা সমাধানের পদ্ধতিও জটিল থেকে জটিলতর হচ্ছে। কোনো একক সরকার, শিল্পপ্রতিষ্ঠান বা সমাজের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সহযোগিতার মাধ্যমে সবাইকে এসব সমস্যার সমাধান করতে হবে। (লিলি/আলিম/শুয়েই )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040