ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধানই কাম্য: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2020-01-22 18:36:12  cri
জানুয়ারি ২২: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) বলেছেন, ফিলিস্তিন সমস্যার কেবল রাজনৈতিক সমাধানই কাম্য এবং রাজনৈতিক উপায়েই কেবল এই সমস্যার সমাধান সম্ভব। চাং চুন নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ফিলিস্তিন প্রশ্নে আয়োজিত এক প্রকাশ্য বিতর্কে এ মন্তব্য করেন।

তিনি বলেন, একতরফা ব্যবস্থা বিশ্বাসকে দুর্বল করে ও আঞ্চলিক উত্তেজনা বাড়ায়। তাই এ ধরনের আচরণ পরিত্যাগ করতে হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি-সংলাপ পুনরুদ্ধারের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ফিলিস্তিন সমস্যা মধ্যপ্রাচ্যের অস্থিরতার উত্স। ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত সমাধান না-করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা কায়েম করা যাবে না।

চাং চুন আরও বলেন, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলতি মাসের প্রথম দিকে মিসর সফর করেন। তখন সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে ফিলিস্তিন সমস্যাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে মত বিনিময় করেন তিনি। তখন ওয়াং ই বলেন, চীন সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নয়নে চীন বরাবরের মতো ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রেখে যাবে। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040