৪৫ শতাংশ চীনা সিইও ২০২০ সালে নিজ নিজ কোম্পানির প্রবৃদ্ধির ব্যাপারে আস্থাবান: জরিপের ফল
  2020-01-22 16:29:29  cri

জানুয়ারি ২২: চীনের ৪৫ শতাংশ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ (সিইও) ২০২০ সালে নিজ নিজ কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের ব্যাপারে আস্থাবান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্রাক্কালে গত সোমবার প্রকাশিত ডিব্লিউপিসি'র এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে।

জরিপে বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের প্রায় ১৬০০ জন সিইও অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির যথাক্রমে ৩৬, ২৭ ও ২০ শতাংশ কোম্পানির সিইও চলতি বছর নিজ নিজ কোম্পানির প্রবৃদ্ধির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। জাপানের সিইও-রা এক্ষেত্রে সবচেয়ে কম আশাবাদী। মাত্র ১১ শতাংশ জাপানি সিইও তাদের নিজ নিজ কোম্পানির প্রবৃদ্ধির ব্যাপারে আস্থাবান বলে জানিয়েছেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040