'নিরাপত্তা পরিষদ সংস্কার আলোচনা-ব্যবস্থা'র দুই কো-চেয়ারম্যানের সঙ্গে ইয়াং চিয়ে ছির বৈঠক
  2020-01-22 16:28:24  cri

জানুয়ারি ২২: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, বৈদেশিক বিষয়ক কর্মকমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের 'নিরাপত্তা পরিষদ সংস্কার আলোচনা-ব্যবস্থা'র কো-চেয়ারম্যানদ্বয় লানা জাকি নুসিবেহ ও জোয়ান্না রোনেক্কার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইয়াং চিয়ে ছি বলেন, আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের সংস্কারের লক্ষ্য হলো পরিষদের কর্তৃত্ব ও কার্যকারিতা বৃদ্ধি করা। উন্নয়নশীল দেশ এবং ছোট ও মাঝারি দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানো এর একটা লক্ষ্য। এই সংস্কারের কাজে চীন সাহায্য করে যাচ্ছে।

নুসিবেহ এবং রোনেক্কা এসময় বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারে চীনের অবস্থান ও ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা সকল পক্ষের সঙ্গে সংলাপের গতি বজায় রাখতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040