প্রসঙ্গ: সি চিন পিংয়ের সাম্প্রতিক ইয়ুননান পরিদর্শন
  2020-01-22 15:50:00  cri

চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের প্রাকালে গত ১৯ থেকে ২১ জানুয়ারি প্রেসিডেন্ট সি চিন পিং ইয়ুননান প্রদেশের থেং ছুং ও খুনমিংসহ নানা জায়গা পরিদর্শন করেন এবং সবাইকে জানান বসন্ত উত্সবের শুভেচ্ছা।

পাও শান শহরের অধীনে থেং ছুং শহরের ছিং সুই উপজেলার সান চিয়া গ্রাম একটি দরিদ্র গ্রাম ছিল এবং ২০১৭ সালে এ গ্রাম দরিদ্রমুক্ত হয়। ১৯ জানুয়ারি বিকেলে, প্রেসিডেন্ট সি সানচিয়া গ্রামে আসেন এবং দারিদ্র্যবিমোচন কার্যক্রমের খোঁজ-খবর নেন। তিনি বলেন, সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার প্রক্রিয়া কোনো জাতিকে বাদ দেওয়া হবে না। সংখ্যালঘু জাতিঅধ্যুষিত এলাকাগুলোর উন্নয়ন দ্রুত করা হবে এবং নানা জাতির মানুষ একসাথে সংস্কারের সাফল্য উপভোগ করতে পারবেন।

পরে সি চিন পিং 'সি মো লা' নামে একটি গ্রামে আসেন। ওয়া জাতির ভাষায় 'সি মো লা' মানে সুখি জায়গা। গ্রামের বাসিন্দা লি সুন ফার বাড়িতে আসেন সি চিন পিং এবং গ্রামবাসীর সঙ্গে বসে আড্ডা দেন। তিনি বলেন, সবার প্রচেষ্টায় আপনারা দারিদ্র্যমুক্ত হয়েছেন এবং নতুন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন। এটা আনন্দের ব্যাপার। সচ্ছল সমাজ গড়ে তোলার পর গ্রাম পুনরুদ্ধার কার্যক্রমে আরও গতি এসেছে।

তারপর প্রেসিডেন্ট সি হ্য সুন পুরাতন জেলায় আসেন। হ্য সুন পুরাতন রেশমপথে অবস্থিত এবং এখানে মিং ও ছিং রাজবংশ আমলের অনেক ভবন রক্ষিত আছে। প্রেসিডেন্ট সি হ্য সুন জেলার পুরাতন রাস্তায় হাঁটাহাটি করেন এবং পর্যটক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

২০ জানুয়ারি, সি চিন পিং আসেন ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিং শহরে। শুরুতে তিনি তিয়ান ছি হ্রদের সিং হাই উপদ্বীপ প্রাকৃতিক জলাভূমিতে আসেন এবং ইয়ুননান প্রদেশ ও খুন মিং শহর সরকারের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কর্মপ্রতিবেদন শোনেন। তিয়ান ছি হ্রদের পরিবেশ একসময় নষ্ট ছিল এবং চীনের সবচেয়ে দূষিত হ্রদগুলোর অন্যতম ছিল। কয়েক বছরের প্রচেষ্টায় হ্রদের প্রাকৃতিক পরিবেশ অনেক উন্নিত হয়। সি চিন পিং জোর দিয়ে বলেন, অর্থনীতির উন্নয়নের স্বার্থে পরিবেশের ক্ষতি করা যাবে না। নতুন উন্নয়ন-ধারণা বাস্তবায়ন ও প্রাকৃতিক সভ্যতা নির্মাণ পরিবেশবান্ধব। খাওয়া-পরার সমস্যা সমাধানের পর মানুষ এখন পরিবেশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ বিষয়ে ইয়ুননান প্রদেশের নিজের প্রাধান্য আছে। তিয়ান ছি হ্রদ খুন মিংয়ের রত্নস্বরূপ। তিয়ান ছি হ্রদের অবস্থা আরও ভালো করতে হবে।

এদিকে, খুন মিং আন্তর্জাতিক প্রদর্শনীকেন্দ্রে চালু হয় ১৪তম খুন মিং বসন্ত উত্সব কেনাকাটা মেলা। সি চিন পিং এখানে এসে বসন্ত উত্সবের সময়ে বাজারের অবস্থা খোঁজ-খবর নেন। তিনি বলেন, আগে সম্পদ ও পণ্যের অভাব ছিল। আজকাল আমাদের জীবন অনেক বদলেছে। দেশ উন্নত হচ্ছে; মানুষের জীবনমান উন্নত হয়েছে। শাকসবজি, চাল ও ফল এখন সব উত্সবে গুরুত্বপূর্ণ পণ্য। উত্সবের সময়ে বাজারে এসব পণ্যের যথেষ্ট সরবরাহ এবং গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি প্রেসিডেন্ট সি সকল চীনাকে জানান বসন্ত উত্সবের শুভেচ্ছা। তিনি বলেন, 'চীনের ঐতিহ্যিক ইঁদুরবর্ষ সমাগত। এর উপলক্ষ্যে আমি সকল চীনা মানুষ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের স্বদেশী, বিদেশে প্রবাসী চীনাদের জানাই বসন্ত উত্সবের শুভেচ্ছা। নতুন বছরে আমাদের দেশ আরও প্রাণবন্ত, সমৃদ্ধ এবং শান্তিময় হবে—এমনটা কামনা করি। আশা করি বিভিন্ন জাতির মানুষ আসন্ন বছরে আনন্দ থাকবে, সুস্বাস্থ্যর অধিকারী হবে এবং কাজে অগ্রগতি অর্জন করবে।'

এরপর সি চিন পিং ইয়ুননান নর্মাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় দক্ষিণ-পশ্চিম যৌথ বিশ্ববিদ্যালয় পুরাতন সাইট পরিদর্শন করেন। ১৯৩৭ সালে জাপানি আগ্রাসন-বিরোধী প্রতিরোধযুদ্ধের পর বেইজিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয় ও নানখাই বিশ্ববিদ্যালয় এখানে স্থানান্তর করা হয়। এখানে তখন প্রতিষ্ঠিত হয় জাতীয় দক্ষিণ-পশ্চিম যৌথ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যলয়ের স্নাতকরা পরে চীনের সংস্কার ও বিপ্লবের নানা ঐতিহ্যিক সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040