বসন্ত উত্সবে চীনা মানুষ কী কী কেনাকাটা করে?
  2020-01-22 15:38:51  cri

আসছে চীনের ঐতিহ্যিক নববর্ষ তথা বসন্ত উত্সব। চীনের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ২০২০ সালের বসন্ত উত্সব শুরু হবে ২৪ জানুয়ারি। উত্সবের জন্য কিছু প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন পণ্য কেনাকাটা করা উত্সবের বড় একটি ঐতিহ্য। আধুনিক চীনে মানুষ যেমন দোকান ও সুপারমার্কেটে গিয়ে কেনাকাটা করে, তেমনি ঘরে বসে অনলাইনেও কেনাটাকা করে। জানুয়ারির শুরুর দিক থেকে টিমলl,চিংতুং, সুনিংসহ চীনের বড় বড় অনলাইন প্ল্যাটফর্মে দেদারছে পণ্য কেটাকাটা চলছে। এসব প্লাটফর্ম ক্রেতাদের এসময় 'কেনাকাটা উত্সব'ও আয়োজন করে থাকে। এসময় ক্রেতারা তুলনামূলকভাবে কম দামে পণ্য ক্রয় করতে পারেন।

প্রায় ৩০ বছর আগে, চীনে একটি গান জনপ্রিয় ছিল। গানের একটি লাইন এমন: 'বাম হাতে একটি মুর্গি আর ডান হাতে একটি হাঁস..।' একসময় বসন্ত উত্সবে মুর্গি ও হাঁসের মাংস খাওয়ার একটি নিয়ম ছিল। এখনও চীনে পোল্ট্রি জনপ্রিয় উত্সব-পণ্য। তবে মানুষের চাহিদায় পরিবর্তন এসেছে। স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন পণ্য এখন আরও বেশি জনপ্রিয় হয়েছে। টিমল প্ল্যাটফর্মে ১৯ কোটি কেজি কৃষিপণ্য বিক্রয় হয় এবং এর মধ্যে অনেক কৃষিপণ্য স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন। যেমন, শান সি প্রদেশের আপেল, সি ছুয়ান প্রদেশের কমলালেবু ও কমলা ইত্যাদি। চিংতুংয়ের উপাত্ত থেকে জানা গেছে, বড় শহরের মানুষ আগের চেয়ে বেশি কৃষিপণ্য ক্রয় করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে শাংতুং প্রদেশে উত্পাদিত সীফুড সবচেয়ে জনপ্রিয়।

সীফুড, পোল্ট্রি, চাল, ফল, সবজিসহ স্থানীয় বৈশিষ্টসম্পন্ন কৃষিপণ্যের জন্য অনলাইন প্লাটফর্মগুলো ফার্ম থেকে টেবিলে' শীর্ষক কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে অনেক কৃষিপণ্য ফার্ম থেকে সরাসরি ভোক্তার বাড়িতে পাঠানো হয়।

পাশাপাশি, স্বাস্থ্য ও প্রযুক্তিবিষয়ক পণ্যও জনপ্রিয়তা পায়। চিংতুংয়ের উপাত্ত অনুযায়ী, মাসাজ চেয়ার বিক্রয়ের পরিমাণ ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলিবাবর উপাত্ত থেকে জানা গেছে, মোবাইলফোন, ভ্যাকুয়াম ক্লিনার, হেয়ার ড্রায়ার এবং গেম কনসোল বিক্রির পরিমাণ বেড়েছে।

এবার বসন্ত উত্সবের কেনাকাটায় বিশেষ কয়েকটি পণ্যের চাহিদা দেখা যাচ্ছে। যেমন কুয়াং তুংয়ের আধা-রান্না খাবার। এ খাবারের বিক্রয়ের পরিমাণ ১৭৯.২ শতাংশ বৃদ্ধি পায়।

স্বাস্থ্যকর এবং কম ক্যালরিযুক্ত আমদানিকৃত খাবার জনপ্রিয় অন্য এক ধরনের পণ্য। Vegetable Chicken (সবজি থেকে তৈরি মুর্গির মাংস), উটের দুধ চীনা মানুষের কেনাকাটা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ৬ জানুয়ারি শুরু হয় টিমলের বসন্ত উত্সব কেনাকাটা উত্সব এবং তখন থেকে এই প্লাটফর্মে তাজা খাবার ও ফলের বিক্রয় ৩ গুণ বেড়েছে। এসব পণ্যের মধ্যে আছে উচ্চ পুষ্টির উটের দুধ, লো ক্যালরি প্লান্ট দুধ, ফল এবং উদ্ভিদজাত জ্যুস।

চীনে এখন আদানিকৃত পণ্য নানা ধরনের এবং তরুণ প্রজন্ম যখন প্রবীণদের জন্য উপহার কেনেন, তখন তাদের পছন্দের তালিকায় থাকে এ ধরনের পণ্য। এসব পণ্যের মধ্যে আছে বিউটি ইন্সট্রুমেন্ট, উদ্ভিদজাত চুলের রঙ ইত্যাদি।

অন্যদিকে. আমদানিকৃত ফলের বিক্রয়ও অনেক বেড়েছে। আদমানিকৃত কলা, চেরি, লংগান সবচেয়ে জনপ্রিয় তিনটি ফল। চীনে ছোট শহরের মানুষ আমদানিকৃত পণ্য কিনতে বেশ আগ্রহী। তৃতীয় স্তরের শহরে আদানিকৃত পণ্য কেনাকাটা প্রায় ১০ গুণ বেড়েছে। তারা আদানিকৃত ফল, দুধ, ক্যান্ডি এবং চকোলেট বেশি পছন্দ করে।

চীনা মানুষের জন্য বসন্ত উত্সব পুনর্মিলনের সময়ও বটে। আত্মীয়স্বজন, বন্ধু, সহপাঠির সঙ্গে চীনারা মিলিত হন। এসময় চীনারা, বিশেষ করে মেয়েরা নিজেদের সুন্দর হিসেবে উপস্থাপন করতে চান। তাই সৌন্দর্যসম্পর্কিত ভোগের পরিমাণও অনেক বাড়ছে। আলিবাবার উপাত্ত অনুযায়ী, মেয়েরা এবার কেনাকাটা উত্সবে সৌন্দর্যচর্চার পেছনে বেশি ব্যয় করবে। তারা রঙিন কন্টাক্ট লেন্স, দাঁত সাদা করার সামগ্রী ইত্যাদি ক্রমে বেশি আগ্রহী। চীনে শেনচেন, শাংহাই, বেইজিং, কুয়াংচৌ ও হাংচৌ—এই ৫টি শহরের মেয়েরা সবচেয়ে বেশি দাঁত সাদা করার সেবা গ্রহণ করছে এবার। অন্যদিকে পুরুষরা চুল প্রতিস্থাপনের প্রতি খুব আগ্রহী।

পাশাপাশি, যুবক-যুবতীরা নিজ নিজ বাবা-মার জন্য দামি পুষ্টিকর খাবার কিনতে এবার বেশি অর্থ ব্যয় করছে। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040