'রিডিং চায়না' বই প্রদর্শনী অর্থাত্ 'চীন-ভারত সাংস্কৃতিক বিনিময় চিত্র প্রদর্শনী' নয়াদিল্লিতে অনুষ্ঠিত
  2020-01-21 11:27:46  cri
ভারত সময় ৪ জানুয়ারি 'রিডিং চায়না' বই প্রদর্শনী অর্থাত্ 'চীন-ভারত সাংস্কৃতিক বিনিময় চিত্র প্রদর্শনী' ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়। এই বই প্রদর্শনী, ফটো প্রদর্শনী 'চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ তম বার্ষিকী' এবং চীন ও ভারতের মধ্যে ২ হাজার বছরেরও বেশি সাংস্কৃতিক বিনিময় উপলক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়।

চলতি বছর চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে দুই সরকার যৌথভাবে এই বিশেষ বছর স্মরণে ৭০টি অনুষ্ঠান আয়োজনে সম্মত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত সুন উয়েই তুং তার ভাষণে বলেন: আমি খুশি যে, এ বছরের শুরুতে দু'দেশের প্রকাশনা মহলের অংশীদাররা দু'দেশের বইয়ের জন্য প্রচার কার্যক্রম চালাবে, এতে উভয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি আশা করি, প্রদর্শনীতে প্রদর্শিত বইগুলি চীন ও ভারতের সভ্যতার সংযোগকারী সেতু হিসাবে কাজ করতে পারে।

বইমেলায় সাংবাদিকরা দেখেন যে, 'রিডিং চায়না' বইমেলা এবং "চীন-ভারত সাংস্কৃতিক বিনিময় চিত্র প্রদর্শনীর" অবস্থানটি আন্তর্জাতিক প্রদর্শনী অংশের পরিবর্তে নয়াদিল্লি ওয়ার্ল্ড বইমেলার স্থানীয় প্রদর্শনী অঞ্চলে স্থাপন করা হয়েছে। আয়োজকের মতে, এই বিশেষ ব্যবস্থাটি ভারতীয় জনগণকে আরও ভালোভাবে চীনকে বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। চীনের প্রকাশকদের প্রতিনিধি, ফিনিক্স প্রকাশনা মিডিয়া গ্রুপের উপ-চেয়ারম্যান ওয়াং ইসুয়ান এই চীন প্রদর্শনী এলাকা সম্পর্কে বলেন: এই অনুষ্ঠানটি চীনের অসামান্য সাংস্কৃতিক কৃতিত্বকে ভারতীয় জনগণকে দেখাবে। পাশাপাশি দু'দেশের প্রকাশক সমাজ এবং এমনকি দু'দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ঐতিহাসিক সাক্ষী হয়ে উঠবে। এটি চীনা প্রকাশকের চীন ও ভারতের মধ্যে ৭০ বছরের গভীর বন্ধুত্বের একটি অনন্য উপহার।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040